Print

সারাদিন

এবার যুক্তরাষ্ট্রে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা!

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

খেলাধুলা ডেস্ক

২০২৪ সালে কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে। এছাড়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজকও তারাই। তাই পরপর দুইটি মেগা ইভেন্টের আগে নিজেদের মাটিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেট’ ও ‘ডেইলি মেইল’ জানাচ্ছে, যার জন্য প্রতিপক্ষ হিসেবেও ছোট কোনও দলকে নয়, খোদ লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে চায় যুক্তরাষ্ট্র।

তাই ফিফা উইন্ডোতে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে লাতিন পরাশক্তিদের বিপক্ষে দুইটি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে দেশটি। যদিও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই আভাস মিলছে।

দুই আসরের পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে কোপা আমেরিকার আসর। যেখানে লাতিন কনমেবলের ১০ দলের সাথে অংশ নেবে উত্তর আমেরিকার কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয় বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দল লিওনেল মেসির আর্জেন্টিনা। সবশেষ কাতার বিশ্বকাপে মেসির হাত ধরে ৩৬ বছর পর সোনালি ট্রফির আক্ষেপও ঘুচিয়েছে তারা। অন্যদিকে, লাতিন হেভিওয়েট দল ব্রাজিলের সবশেষ বিশ্বকাপটা ভুলে যাবার মতো হলেও আসন্ন কোপায় অন্যতম ফেবারিট তারা। তাই নিজেদের আরও শানিত করতে তাদের বিপক্ষে খেলতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

সারাদিন/২০ ফেব্রুয়ারি/এমবি

Nagad
Nagad