প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
সারাদিন ডেস্ক
তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সিগমা হুদা।
জানা যায়, আগামীকাল (২০ ফেব্রুয়ারি) সাইনপুকুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল হুদা। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের সময় তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ও তথ্যমন্ত্রী ছিলেন। কিছুদিন আগে নিবন্ধন পেয়েছিল তার রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।