প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আজ দুপুরে শৈলকুপা উপজেলা ঝাউদিয়া ও হাবিবপুর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, ঝাউদিয়া গ্রামের এক চাষি বোরো জমিতে সেচ দিচ্ছিল। এসময় পানি গড়িয়ে হাবিবপুর গ্রামের এক চাষির পেঁয়াজের জমিতে ঢোকে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে উভয় পক্ষ ঢাল সরকি, রামদা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আজিজুল, সাজ্জাদ, মিনারুল ইসলাম, কুতুব উদ্দিন, বাবু ,শিপন মিয়া, আবু তালেব,আবু জাফর, সোমেদ মোল্লা, আসাদুজ্জামান, সোহাগ হোসেন সহ অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত ১৬ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। এখনও এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি । কোন আটক নেই ।