প্রকাশিত: ৬:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
সারাদিন ডেস্ক
ইউরোপের আতঙ্ক এখন রুশ গোয়েন্দারা
গত বছরের শেষ দিকে পশ্চিম ইউরোপে ঘটে যাওয়া কয়েকটি নাশকতা ও গুপ্তচরবৃত্তির ঘটনা ঘিরে রাশিয়ার ওপর সন্দেহ তৈরি হয়েছে। এ পরিস্থিতি ঘিরে এখন ইউরোপের দেশগুলো নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে শুরু করেছে। রাশিয়ার স্বার্থে আঘাত হানা দুটি ঘটনার পর থেকে ইউরোপে নাশকতা ও গুপ্তচরবৃত্তির ঘটনা বাড়তে দেখা যায়। গত বছরের সেপ্টেম্বরে বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে কোনো প্রমাণ ছাড়াই একে যুক্তরাজ্যের নাশকতা বলে দোষারোপ করে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেন ও পোল্যান্ডের পক্ষ থেকে প্রমাণ ছাড়াই রাশিয়াকে দোষারোপ করা হয়। গত ৭ অক্টোবর কার্চ সেতুতে হামলার ঘটনা ঘটে। এতে মস্কোর জন্য ক্রিমিয়ায় রসদ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এ হামলার জন্য রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা বাহিনীকে দোষারোপ করে। সূত্র: প্রথম আলো
জাতিসংঘ উপমহাসচিবের কাবুল সফর
নারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশাবাদ
আফগানিস্তানে নারীদের কর্মক্ষেত্রসহ জনজীবনে অংশগ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতির আশা প্রকাশ করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নারীদের ওপর তালেবান সরকারের আরোপিত বিধি-নিষেধ নিয়ে আলোচনা করতে জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ আফগানিস্তান সফরে আসেন। আমিনা মোহাম্মদ আশা প্রকাশ করেছেন, আফগানিস্তানে স্বাভাবিক জনজীবনে নারীদের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক পরিবর্তন হবে। তিনি বলেন, তালেবান নেতাদের মধ্যে অনেকে এ বিষয়ে একমত। তবে অনেকের মধ্যে বিরোধিতাও রয়েছে। তবে জাতিসংঘের এই নারী কর্মকর্তা এ-ও বলেন, তাদের সঙ্গে আলোচনা বেশ কঠিন ছিল। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য তালেবানকে দীর্ঘ পথ যেতে হবে। তালেবান ক্ষমতা দখলের পর নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর জেরে আমিনা মোহাম্মদ আফগানিস্তানে চার দিনের সফরে আসেন। তালেবান কর্তৃপক্ষের কাছে তাদের নিষেধাজ্ঞাগুলো পুনর্বিবেচনার অনুরোধ করাই তাঁর এ সফরের উদ্দেশ্য। সূত্র : বিবিসি -সূত্র: কালের কণ্ঠ
চলতি বছর কর্মীদের বেতন বাড়াবে জাপানি প্রতিষ্ঠানগুলো
কর্মীদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে জাপানের বৃহত্তম প্রতিষ্ঠানগুলো। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আহ্বানে সাড়া দিয়ে দেশটির অর্ধেকেরও বেশি বৃহত্তম প্রতিষ্ঠান চলতি বছর শ্রমিকদের মজুরি বাড়ানোর পরিকল্পনা করছে। সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বৈশ্বিক অর্থনীতির মন্দা পরিস্থিতি ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি জাপানি নাগরিকদের বেশ ভোগাচ্ছে। প্রধানমন্ত্রী কিশিদা বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলোকে কর্মচারীদের বেতন বাড়ানোর সর্বাধিক চেষ্টা করতে বলেছেন। এ ব্যাপারে কিশিদার প্রশাসন বারবার বড় প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করে আসছেন। ৪০ বছরের মধ্যে দ্রুততম মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে দেশটির অর্থনীতি।প্রধানমন্ত্রীর আহ্বানে এরই মধ্যে সাড়া দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। গত সপ্তাহে পোশাক উৎপাদক প্রতিষ্ঠান ইউনিকলোর নিয়ন্ত্রক ফাস্ট রিটেইলিং কোম্পানি জানিয়েছে, প্রতিষ্ঠানটি চলতি বছর প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেতন বাড়াবে। সূত্র: বণিক বার্তা।
ব্রিটিশ আমলে তোলা ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়ার ৪,৬০০ ছবি এখন গেটি ইনস্টিটিউটের সংগ্রহে
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরাজের ৮৯ বছর শাসনামালে ১৯ শতক ও ২০ শতকের গোড়ার দিকে ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়ায় তোলা ৪,৬০০-এর বেশি ছবির বিশাল ভান্ডার অধিগ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান গেটি রিসার্চ ইনস্টিটিউট (জিআরআই)। খবর জানিয়েছে শিল্প ও সংস্কৃতি বিষয়ক অনলাইন প্রকাশনা হাইপারঅ্যালার্জিক। পাঁচ দশক ধরে এ ছবিগুলো সংগ্রহ ও জড়ো করেছেন ১৯ শতকের ফটোগ্রাফি ডিলার কেন ও জেনি জ্যাকবসন। পশ্চিমা দৃষ্টিকোণ ও ইউরোপিয়ান লেন্সে ভারতবর্ষকে দেখা অনেক ছবি রয়েছে এ সংগ্রহে।আগামী বছরগুলোতে এ সংগ্রহগুলোর ক্যাটালগ তৈরি করা হবে এবং এগুলো জিআরআই’র গবেষকদের জন্য উন্মুক্ত করা হবে। এ গবেষকেরা ছবিগুলোর মাধ্যমে উপনিবেশবাদ ও দ্রুত নগরায়নের সময়ে দক্ষিণ এশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণকে পুনরায় পর্যবেক্ষণ করতে পারবেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
জনসংখ্যা কমার প্রভাব পড়ছে চীনে
বিশ্বজুড়ে বয়স্ক জনসংখ্যা অর্থনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে
২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনের জনসংখ্যা সাড়ে ৮ লাখ কমেছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর অনুমান, জন্মহার কমার এ প্রবণতা চলমান থাকবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ‘বাচ্চা নেওয়ার আগ্রহ কমে যাওয়া, বিয়ে ও গর্ভাবস্থায় দেরি এবং গর্ভধারণের উপযুক্ত বয়সের নারীর সংখ্যা কমে যাওয়া।’ তবে জনসংখ্যা কমার এই প্রবণতাকে ভালোভাবে নিচ্ছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, ২০৩০ সালের পর জনসংখ্যা কমার প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক অগ্রগতিতে। জন্মহার দেশটিতে অনেক বছর ধরেই কমছে, সেটা রোধে সরকার অনেক পদক্ষেপও নেয়। যার মধ্যে সাত বছর আগে আলোচিত এক সন্তান নীতিও তুলে দেওয়া হয়। তবে এই সঙ্কটের কোনো সহজ সমাধানের পথ খোলা নেই। বিশেষ করে চাইনিজ জনসংখ্যার যে ক্রমবর্ধমান বয়স সেটা ভাবনায় ফেলছে অর্থনীতিবিদ ও জনসংখ্যাবিদদের। বিশ্বজুড়ে বয়স্ক জনসংখ্যা অর্থনীতির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু চীনকে উদ্বিগ্ন করছে যে গতিতে এটা হচ্ছে। বিশেষ করে মধ্যম থেকে উচ্চ আয়ের মাঝামাঝি এই বয়সটা চলে আসছে। সহজ কথায় চীন বড় লোক হওয়ার আগেই বুড়ো হয়ে যাচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন।
জেলেনস্কি হতাশ, পশ্চিমারা দোলাচলে
কিয়েভকে ট্যাংক দিচ্ছে না ওয়াশিংটন
‘আমাদের ট্যাংক দিন’। বরাবরের মতো আবারও ট্যাংকের দাবি নিয়ে পশ্চিমা মিত্রদের দ্বারে দ্বারে ঘুরছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দক্ষিণ জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলিত হওয়ার আগেও এই একই বাক্য জপেছেন তিনি। যেখানে মিলিত হয়েছিল ৫০টিরও বেশি দেশ। তাতে কী? তার আশার গুড়ে বালিও তো পড়েছে বৃহস্পতিবারই। যেখানে পেন্টাগন ২৫০ কোটি ডলারের রেকর্ড সহায়তা প্যাকেজ ঘোষণা দেয়। যেখানে সব থাকলেও ছিল না বহুল আকাঙ্ক্ষিত সেই ‘অ্যাব্রাম’ ট্যাংক। যুক্তরাষ্ট্র না দিলে জার্মানিও যে তার ট্যাংক ‘লিওপার্ড-২’ দেবে না, হোয়াইট হাউজকে ছুড়ে দেওয়া শর্তেই তা পরিষ্কার হয়ে গেছে। জার্মানি ভাবছে, ট্যাংক দিলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। জার্মানির সোজাসাপটা এ দায় এড়ানো অবস্থানের পর ট্যাংক দেওয়া নিয়ে দোলাচলে পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের অন্য মিত্ররাও। লোচনার আগেও জার্মানির কাছে সরাসরি ট্যাংকের আবেদন করেছেন জেলেনস্কি। শুধু আবেদনই নয়, বার্লিনকে ‘লিওপার্ড-২’ ট্যাংক দেওয়ার জন্য ক্রমাগত চাপও দিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার জার্মানের এক টেলিভিশন সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আপনাদের লিওপার্ড থাকলে আমাদের সেগুলো দিন।’ জার্মান সরকারের দ্বিধাগ্রস্ত মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, লিওপার্ড তো আর রাশিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। সূত্র: যুগান্তর
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত, আহত ৮
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় শুক্রবার রেললাইনের পাশে বোমা বিস্ফোরণে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত আটজন আহত হয়েছেন।বেলুচিস্তানে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র মুহাম্মদ কাশিফ এ তথ্য জানান। নি বলেন, ‘পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ট্রেনটি মাচ এলাকা থেকে আসছিল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’ জেলা প্রশাসক কচ আগা সামিউল্লাহও ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।’ ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর বেলুচিস্তানজুড়ে সন্ত্রাসবাদের বিভিন্ন ঘটনায় ছয় সেনাসদস্য নিহত হন। সূত্র; দৈনিক বাংলা।
আইএসকে গোপনে অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র : রাশিয়া
আফগানিস্তানে ইসলামিক স্টেটকে (আইএস) যুক্তরাষ্ট্র গোপনে অর্থ সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে তারা তালেবানের বিরুদ্ধে সংগ্রাম করছে, হামলা চালাচ্ছে। দুই দশকের যুদ্ধ শেষে নিজেদের অপমানজনক প্রস্থানের লজ্জা ঢাকতে যুক্তরাষ্ট্র এমন করছে। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জমির কাবুলভ শুক্রবার এমন দাবি করেছেন। রাশিয়া ২৪ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার (২০ জানুয়ারি) জমির কাবুলভ বলেন, ‘হ্যাঁ, তালেবানবিরোধী আইএসকে যুক্তরাষ্ট্র সহায়ত করছে বলে আমাদের হাতে তথ্য রয়েছে। কারণ আফগানিস্তানে নিজেদের সামরিক ও রাজনৈতিক পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া যুক্তরাষ্ট্র।’‘কিন্তু সমস্যা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় আফগানিস্তানে আইএস শক্তিশালী হলে, মধ্য এশিয়ায় আমাদের মিত্ররা বিপদে পড়বে। এটা আমাদের ভাবাচ্ছে। তাছাড়া একই কারণে খোদ রাশিয়ার নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে পারে লেপার্ড ট্যাংক, কিন্তু দ্বিধায় জার্মানি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানিতে কয়েক ডজন পশ্চিমা মিত্রদের এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ট্যাঙ্ক সরবরাহ করার জন্য তাদের প্রতি সরাসরি আবেদন জানিয়েছেন।যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে আরও বেশি অস্ত্র দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।তবে দক্ষিণ জার্মানির র্যামস্টিন এয়ারবেসে ঐ বৈঠকে মি. জেলেনস্কি পশ্চিমা দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বলেছেন: “শত শত ধন্যবাদ মানে শত শত ট্যাঙ্ক নয়।” কিন্তু ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার প্রশ্নে বিশেষভাবে সমস্যায় পড়েছে জার্মানি।তাদের তৈরি লেপার্ড-২ ট্যাঙ্ক পাঠাতে এবং অন্যান্য যেসব দেশের সামরিক বাহিনীতে এই ট্যাংক রয়েছে সেগুলো ইউক্রেনের হাতে তুলে দেয়ার ব্যাপারে তাদের ওপর চাপ বাড়ছে। সূত্র: বিবিসি বাংলা।
চীনে সরানো হল বিশাল খরগোশ লণ্ঠন
চীনের দক্ষিণ-পশ্চিমে বিশালাকৃতির এক খরগোশ লণ্ঠন ভেঙে ফেলা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা লণ্ঠনটিকে খুবই কদাকার বলে সমালোচনা করার পর এটি ভাঙা হল। চীনের নতুন বছর উদযাপন উপলক্ষে চংকিং নগরীর সাংসিয়া স্কয়ারে লণ্ঠনটি বসানো ছিল। খরগোশটির ভুরু ছিল মোটা। দেখতে ছিল অনেকটা গুরুগম্ভীর মুখের এক মানুষের মতো।“এমন চেহারার খরগোশ কি কোনও উৎসবের সঙ্গে মানানসই?”, মেসেজিং অ্যাপ উইচ্যাটে এমন প্রশ্ন রাখের এক ব্যবহারকারী।
বিবিসি জানায়, চীনের রাশিচক্র অনুযায়ী, ২০২৩ সালটি খরগোশের বছর। সূত্র: বিডি নিউজ