প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩
জ্যেষ্ঠ প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন-বাংলাদেশে মানবাধিকারের বিশাল উন্নতি হয়েছে বলে বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু স্বীকার করে গেছেন।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। গত ১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশ সফর করে গেছেন ডোলাল্ড লু।
মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে হয়তো আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু মানবাধিকার উন্নতির কারণে আর দেয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরকালে সাক্ষাতে তাকে (আইনমন্ত্রী) এ কথা জানিয়েছেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, তাকে ডোনাল্ড লু বলেছেন; তারা হয়তো র্যাবের ওপর আরও নিষেধাজ্ঞা দিতেন। কিন্তু পরে তারা দেখেছেন, নিষেধাজ্ঞার পর র্যাব অনেক ভালো কাজ করেছে। এই যে মানবাধিকারের বিরাট উন্নতি, সে কারণে তারা আর নিষেধাজ্ঞা দেয়নি।
র্যাবের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার হতে পারে, এ বিষয়ে লু কিছু জানিয়েছেন কি না, তা জানতে চাইলেন মন্ত্রী বলেন, ‘এ নিয়ে তার সঙ্গে কথা হয়নি। কারণ, এটা ওঠানোর বিষয়ে একটা আইনি পদ্ধতি রয়েছে। আমরা আইনি ভাবেই এগোচ্ছি। আশা করছি এতে র্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’
গতকাল সংবাদ সম্মেলনে আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ বিষয়ে মন্ত্রী বলেন, সব রাজনৈতিক বক্তব্যই যে সত্য তা কিন্তু না, তারা নিজেদের দিক থেকে এসব কথা বলছেন। আমি একটি কথা বলতে পারি, এই দেশে যেখানে ২১টি বছর জাতির পিতা ও তার পরিবার সদস্যের হত্যার একটি এজহারের জন্য অপেক্ষা করতে হয়। আজ সেখান থেকে পরিস্থিতি বদলে গেছে, মামলা হলে মানুষ প্রতিকার পাচ্ছেন। মামলা হলে প্রতিকার পাওয়াই আইনের শাসন না, অপরাধীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা রাজনৈতিকভাবে বিএনপিকে ঘায়েল করতে কোনো ব্যবস্থা নিইনি। রাস্তাঘাটে কেউ যদি অপরাধ করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কারণ জনগণকে আইনের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকার নিয়েছে।
শরীয়তপুরে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় ছাত্রদল নেতার অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এগুলো নজরে এসেছে। কী পরিপ্রেক্ষিতে করা হয়েছে, সেগুলো অনুসন্ধান চলছে।
প্রসঙ্গত, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকা এসেছিলেন ডোনাল্ড লু। সফরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মতবিনিময় করেন তিনি।