প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
সারাদিন ডেস্ক
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কাউকে জীবিত উদ্ধার করেনি নেপাল সেনাবাহিনী
নেপালের সেনাবাহিনী বলেছে, দেশটির পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় তারা এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করেনি। খবর এএনআইয়ের।
গতকাল রোববার ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পোখারায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি আজ সোমবার বলেন, ‘আমরা দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করিনি।’অনুসন্ধান ও উদ্ধার অভিযান আজ ভোরে আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। নেপালের কর্তৃপক্ষ উড়োজাহাজ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিশনকে দায়িত্ব দিয়েছে। এ কমিশন ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে। সূত্র: প্রথম আলো
মাটির নিচে তলিয়ে যাবে জোশীমঠ!
চলতি বছরের শুরুতেই জোশীমঠের বিভিন্ন স্থাপনা ও সড়কে বড় বড় ফাটল দেখা দেয়। গত সপ্তাহেই এলাকার অন্তত ১ হাজার বাড়িতে বড় ফাটল দেখা দিয়েছে। চওড়া ফাটল দেখা গেছে শহরটির রাস্তা-মন্দির-জমিতে। মাত্র ১২ দিনের ব্যবধানে তোলা ছবিতে দেখা গেছে, জোশীমঠের মাটি ধসে গেছে ৫.৪ সেন্টিমিটার। এখন আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে জোশীমঠ এলাকা পুরোটাই ধসে যেতে পারে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এ আশঙ্কা করেছে। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার-এনআরএসসির মতে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ‘কার্টোস্যাট-২ এস’ উপগ্রহের মাধ্যমে সেন্টিনেল-১ এসএআর ইমেজরি যন্ত্র দিয়ে ডিআইএনএসএআর কৌশল ব্যবহার করে ছবিগুলো তোলা হয়েছিল। জোশীমঠের কাছেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটা বড় ছাউনি। চীন আর ভারতের মাঝে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এল এ সি আছে, সেখানে নজরদারি চালান এ ছাউনিতে থাকা সেনাসদস্যরাই। সেনা ছাউনির ২৫-২৮টি ভবনেও ফাটল ধরেছে বলে জানিয়েছেন, ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। এক সংবাদ সম্মেলনে। তিনি জানিয়েছেন, ছাউনি থেকে সেনা সদস্যদের একটা অংশকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।
৩০ বছরে ২৭ বিমান বিধ্বস্ত
হিমালয়ের দেশ নেপালে দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। ৩০ বছরের ইতিহাসে ২৭টি দুর্ঘটনার নজির আছে স্বর্গীয় এই দেশটিতে। নতুন বছর শুরু হতে না হতেই ফের এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হলো নেপালকে। রোববার ইয়েতি এয়ারলাইন্সের এআরটি ৭২ বিমানটি কাঠমন্ডু ছেড়ে যাওয়ার ২০ মিনিটের মাথায় দুই বিমানবালা, দুই পাইলট ও চার ক্রুসহ ৭২ জন আরোহী নিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে। দেশটির বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাসের জন্য দায়ী করা হয়ে থাকে এবড়ো-খেবড়ো পাহাড়ি অঞ্চল, বিমানে বিনিয়োগের অভাব, দুর্বল নিয়ন্ত্রণ আর বৈরী আবহাওয়াকে। ২৯ মে, ২০২২ : গত বছর ২৯ মে মাসে ‘তারা এয়ারফ্লাইট-১৯৭’ ২২ জন আরোহী নিয়ে পোখরা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ভারতের থানে অঞ্চলের চার যাত্রীও ছিলেন বিমানে। দুর্ঘটনা ঘটলে সব যাত্রীই নিহত হন। বিধ্বস্ত হওয়ার তিন দিন পর বিমানে থাকা মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ি করা হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ : ২৭ ফেব্রুয়ারি আবহাওয়া ছিল মেঘলা। এয়ার ডায়নেস্টি হেলিকপ্টারটি নেপালের ‘পাথিভারা দেবি ট্যাম্পল’ থেকে ৬ যাত্রী নিয়ে চুহানডান্ডার উদ্দেশে রওয়ানা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাঠমান্ডুতে ফিরে যাওয়ার চেষ্টা করার সময় সেটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় পাইলটসহ হেলিকপ্টারে থাকা সাত যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীও। তবে তদন্তের প্রাথমিক প্রতিবেদনে অপারেটিং পদ্ধতি লঙ্ঘন হওয়াকে দাবি করা হয়েছে। বলা হয়, জ্বালানি ট্যাঙ্কের অবস্থানের কারণে ওজনের ভারসাম্যহীনতা হয়েছে এবং যাত্রীদের বসার ভুল ব্যবস্থাও করা হয়েছিল। সূত্র: যুগান্তর
রাশিয়ার ট্যাংকের বিপরীতে ব্রিটিশ চ্যালেঞ্জার কতটা শক্তিশালী
ইউক্রেনকে অস্ত্রসহায়তা হিসেবে ‘চ্যালেঞ্জার ২’ ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্য। শনিবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক তা নিশ্চিত করেছেন। ফ্রান্স, পোল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশও একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যকে ধন্যবাদ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই পদক্ষেপে রণক্ষেত্রে আমরা শক্তিশালী তো হবোই, প্রতিপক্ষকে সঠিক সংকেতও দেয়া হবে।’বিবিসি বলছে, প্রাথমিকভাবে ডজনখানেক ট্যাংক দিতে পারে যুক্তরাজ্য। সেটা ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি বাড়াবে ঠিক। তবে কিয়েভ যে শতশত ট্যাংক চেয়েছে, সে তুলনায় কিছুই নয়। সূত্র: দৈনিক বাংলা।
নতুন গন্তব্য ভিয়েতনাম ও ভারত
চীন থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে আরো বেশি ইউরোপীয় প্রতিষ্ঠান
চীনে ব্যবসায়িক কার্যক্রম চালানো কঠিন হয়ে উঠছে বলে মনে করছে বিদেশী প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান বিকল্প পথে হাঁটছে। নতুন একটি সমীক্ষায় উঠে এসেছে, আরো বেশি বিদেশী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চীন থেকে সরিয়ে নিয়েছে। এক্ষেত্রে সংস্থাগুলো প্রতিবেশী ভিয়েতনাম ও ভারতে স্থানান্তরিত হচ্ছে। এ তথ্য তুলে ধরছে যে কীভাবে বেইজিংয়ের কঠোর জিরো কভিড নীতি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশটির সুনাম ক্ষুণ্ন করছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।ভিয়েতনামের ইউরোপিয়ান চেম্বার অব কমার্স জানিয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) চীনে থাকা ৪১ শতাংশ ইউরোপীয় প্রতিষ্ঠান কিছু কার্যক্রম চীন থেকে ভিয়েতনামে স্থানান্তর করেছে। এ হার তৃতীয় প্রান্তিকের ১৩ শতাংশ থেকে বেড়েছে। চেম্বার অব কমার্সের সমীক্ষায় দুই শতাধিক ইউরোপীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। জরিপে দেখা গেছে, এ সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থেকে ভিয়েতনামে কোনো কার্যক্রমই সরিয়ে নেয়নি এমন ইউরোপীয় প্রতিষ্ঠানের হার ৭৬ শতাংশ থেকে ৩১ শতাংশে নেমে এসেছে। ভিয়েতনামের ইউরোপিয়ান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান অ্যালাইন ক্যানি বলেন, গত বছরের শেষ প্রান্তিকে চীনে ইউরোপীয় বিনিয়োগকারীরা আরো স্থিতিশীল ব্যবসায়িক ও বিনিয়োগের শর্ত চেয়েছিল। সরবরাহ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করার চলমান প্রচেষ্টা এবং একক কোনো দেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হওয়ার মতো বিষয়গুলো ইউরোপীয় বিনিয়োগকারীদের ভিয়েতনামে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে করোনা মহামারী এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। সূত্র: বণিক বার্তা।
চ্যালেঞ্জার টু: ব্রিটিশ এই যুদ্ধ ট্যাঙ্ক ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কী ভূমিকা রাখবে
ইউক্রেনকে আরো বেশি এবং যতো দ্রুত সম্ভব সামরিক সাহায্য দেওয়ার জন্য ব্রিটেন তার মিত্র দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে রসদ সরবরাহে সমস্যা এবং মনোবল দুর্বল হয়ে যাওয়ার কারণে রাশিয়া বর্তমানে “অসুবিধাজনক অবস্থানে” রয়েছে।একারণে রুশ সৈন্যদেরকে তাদের দেশে ফেরত পাঠানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটা “সুযোগ” তেরি হয়েছে। ব্রিটেন যে ইউক্রেনে বেশ কিছু চ্যালেঞ্জার ট্যাঙ্ক পাঠাচ্ছে- প্রধানমন্ত্রী সুনাকের বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে। শনিবার পরিকল্পনার কথা জানা গিয়েছিল শনিবার।এছাড়াও ব্রিটেন ইউক্রেনে আরো বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।এসব অস্ত্রও অনেকটা ট্যাঙ্কের মতো। এগুলো নিজে নিজেই অগ্রসর হতে পারে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলছেন তাদের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে আরো বেশি শক্তিশালী করবে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শনিবার ফোনে কথা বলার সময় এই ট্যাঙ্কসহ আরো কিছু অতিরিক্ত অস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা জানান মি. সুনাক। প্রধানমন্ত্রীর অফিস ডাউনিং স্ট্রিট থেকে বলা হচ্ছে এই পরিকল্পনা থেকে ইউক্রেনকে আরো বেশি সামরিক সাহায্য দেওয়ার ব্যাপারে ব্রিটেনের ইচ্ছা প্রকাশিত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা
নিজ বাড়িতেই গুলিতে সাবেক আফগান নারী এমপি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজ বাড়িতেই সন্ত্রাসীদের গুলিতে সাবেক এক নারী আইনপ্রণেতা ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। নিহত সাবেক এমপির নাম মুরসাল নবিজাদা বলে জানিয়েছে পুলিশ। নবিজাদা হলেন যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের এমপি ছিলেন, যে সরকারকে ২০২১ সালে উৎখাত করেছে তালেবান। এই কট্টরপন্থি গোষ্ঠী কাবুলের ক্ষমতা দখলের পর যে কয়েকজন নারী এমপি দেশটিতে থেকে গিয়েছিলেন, তাদের একজন হলেন এই নবিজাদা।রবিবার (১৫ জানুয়ারি) কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জার্দান বলেন, ‘নবীজাদা তার এক দেহরক্ষীসহ নিজ বাড়িতে গুলিতে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাটির গভীর তদন্ত শুরু করেছে।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
পাইলট স্বামী মারা যান বিমান দুর্ঘটনায়; ১৭ বছর পর পোখারায় একই পরিণতি স্ত্রীর
পোখারায় নামলেই ১০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা পূর্ণ হত; ইয়েতি এয়ারলাইন্সের কো পাইলট অঞ্জু খাতিওয়াদা পেতেন ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স। রোববার তার সেই স্বপ্ন বিধ্বস্ত হয়েছে বিমানটির সঙ্গেই। ১৬ বছর আগে এক বিমান দুর্ঘটনায় পাইলট স্বামীকে হারানো অঞ্জুর জীবনেও ঘটেছে একই পরিণতি। কাঠমান্ডু থেকে ৭২ জন আরোহী নিয়ে উড়ে পর্যটন নগরী পোখরায় নামার পথে ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয় রোববার সকালে।ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ৬৮ জন, বাকিরা ক্রু। ক্যাপ্টেন কামাল কেসির সঙ্গে কো পাইলটের আসনে ছিলেন অঞ্জু খাতিওয়াদা। উদ্ধার অভিযানে থাকা নেপালের সেনাবাহিনী সোমবার সকালে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে কাউকে জীবিত পায়নি তারা। সূত্র: বিডি নিউজ
মৃত্যুর কয়েক মিনিট আগেও ফেসবুক লাইভ করছিলেন চার যুবক
কয়েক মিনিট পর মারা যাবেন, কিন্তু তা টের পাননি চার যুবক। ফেসবুক লাইভে বিমানে উঠার নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন তারা। ওই চার জন রোববার (১৬ জানুয়ারি) নেপালে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই চার জনই ভারতের উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা।নেপালের পোখরায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগেও ফেসবুক লাইভে ছিলেন তারা।এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে বিমান থেকে পোখরা শহর দেখান তারা। এ সময় একজন চিৎকার করে বলেন, এটা দারুণ মজা। মোবাইল ফোনের ক্যামেরা সনু জয়সওয়াল (২৯) নামে একজনের দিকে ঘোরানো হয়।তবে ভিডিওর ৫৮ সেকেন্ডে দেখা যায়, হঠাৎ বাঁ দিকে বাঁক নিচ্ছে বিমানটি। এরপর বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। তখনও মোবাইল ফোনে ফেসবুক লাইভ হচ্ছিল। পরবর্তী ৩০ সেকেন্ডে বিমানকে জ্বলতে দেখা যায় সেই ভিডিওতে। সূত্র: রাইজিং বিডি