প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
সারাদিন ডেস্ক
ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে বলসোনারো সমর্থকদের হামলা
ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা। তবে তাঁদের হটিয়ে গুরুত্বপূর্ণ এসব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় কমপক্ষে ২০০ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির গতকাল রোববার জইর বলসোনারোর হাজারো ডানপন্থী সমর্থক ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনে হামলা চালান। দেশটির জাতীয় রঙের পোশাক পরে এবং গায়ে জাতীয় পতাকা জড়িয়ে তাঁরা এ হামলায় অংশ নেন। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাঁদের ঠেকাতে পারেনি।রাজধানী ব্রাসিলিয়ায় গুরুত্ব ভবনগুলোয় হামলা চালানো অন্তত ২০০ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।অনেকটা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে চালানো তাণ্ডবের আদলে এ হামলা চালানো হয়। কিছু বিক্ষোভকারী ফাঁকা সিনেট অধিবেশন কক্ষে ঢুকে পড়েন। অন্যরা প্রেসিডেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও অন্যান্য সরকারি ভবনে হামলা চালান। নিরাপত্তা বাহিনী কংগ্রেস ভবনসহ সরকারি ভবনগুলো বর্তমানে নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে। বামপন্থী প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্ট ভবনের কাছে অবস্থান করছেন বলে সিএনএন জানিয়েছে। সূত্র: প্রথম আলো
স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ করেই ব্যাপক হামলা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউক্রেনে একতরফাভাবে ঘোষিত যুদ্ধবরতি শেষ করেই ব্যাপক হামলা চালাল রাশিয়া। শনিবার রাতভর রাশিয়ার এ বোমা হামলায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এর আগে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্রবার থেকে ‘লাইন অব কন্টাক্ট’ বরাবর ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা শনিবারও বহাল ছিল। কিন্তু ইউক্রেন আগেই এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে। এ সময় বরং তারাই একাধিক হামলা চালায়। এদিকে শনিবার রাতের হামলায় উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে রাশিয়ার গোলা হামলায় ৫০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ওলেহ সিনেহুবভ। সূত্র: বিডি প্রতিদিন।
দিল্লিতে তাপমাত্রা ২ ডিগ্রির নিচে, স্কুল বন্ধ ঘোষণা
তীব্র শীতের কারণে ভারতের রাজধানী দিল্লিতে সকল স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির শিক্ষা বিভাগ। স্থানীয় সময় রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি গত ১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এরপরই আসে এ ঘোষণা। খবর এনডিটিভি। গণমাধ্যমটি বলছে, শীতকালীন ছুটি শেষে অধিকাংশ স্কুল আজ (৯ জানুয়ারি) থেকে খোলার কথা ছিল। কিন্তু দিল্লিতে প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রোববার ছিল মৌসুমের শীতলতম দিন। সফদরজং আবহাওয়া কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১.৯ ডিগ্রি। পরিস্থিতি বিবেচনায় শীতকালীন বন্ধ আট দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি সরকারি ও বেসরকারি স্কুল খোলার কথা রয়েছে।বর্তমানে পুরো উত্তর ভারতে শীতল বাতাসের প্রভাব রয়েছে। দিল্লিতেও শীতের প্রকোপ চলছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশে কুয়াশা দুই থেকে তিন দিন ধরে জেঁকে বসেছে। যার কারণে ভারতের আবহাওয়া দপ্তর একাধিক সতর্কবার্তাও জারি করেছে। এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সূত্র; বণিক বার্তা।
আনন্দাশ্রুতে ভাসছে চীন
ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল : তিন বছর পর খুলল সীমান্ত
বিমানবন্দরে একে-অপরকে আলিঙ্গন করে কান্নায় ভেঙে পড়েছে মানুষ। বাসস্ট্যান্ড, স্টেশন স্টেশনেও কাতারে কাতার যাত্রী- সবখানেই একই দৃশ্য। এই অশ্রু শোকের নয়-দীর্ঘ বিচ্ছেদের পর এক অফুরান আনন্দের। টানা তিন বছর ধরে দূরে থাকা কাছের মানুষগুলোর থেকে বিচ্ছিন্ন ছিল চীনের জনগণ। কঠোর বিধি-নিষেধের জাঁতাকলে চাপা পড়ে গিয়েছিল স্বজন-সুখের আনন্দ। অবশেষে তা ঘুচল। চন্দ্রবর্ষ উপলক্ষ্যে সীমান্ত খুলে দিল চীন। একই সঙ্গে খুলল আকাশপথের দরজাও। রোববারই ছিল দেশটিতে প্রথম ফ্লাইট। দেশ-বিদেশে থাকা মানুষজন ছুটে যায় প্রিয় সজনদের সাক্ষাতের উদ্দেশ্যে। এ সময় চীনের বিমানবন্দরগুলোতে আবেগঘন মুহূর্তে ছেঁয়ে যায়-আনন্দে আত্মহারা হয়ে ওঠে চীনের মাটি। প্রথম ফ্লাইটেই বিভিন্ন দেশ থেকে চীনা পরিবারের সদস্যরা দেশে ফিরতে শুরু করেন। ভ্রমণে বেগও পোহাতে হবে না তাদের। কেবল ভ্রমণের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের ফলাফল নেগেটিভ হলেই চলবে। পর্যটকদের চীন সফরে যাওয়ার আগে আর স্থানীয় চীনা দূতাবাসে তাদের স্বাস্থ্য বিষয়ক কোডের জন্য আবেদনও করতে হবে না। এ ছাড়াও বিদেশ থেকে ভ্রমণকারীদের চীনে যাওয়ার পর আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। চীনের নাগরিকরাও এখন বিদেশ ভ্রমণ করতে পারবে। সূত্র: যুগান্তর
ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন, সংসদ ও সুপ্রিম কোর্টে তাণ্ডব
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস (সংসদ) ও সুপ্রিম কোর্টে তাণ্ডব চালিয়েছে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থকরা। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হওয়ার পর চলতি বছরের প্রথম দিন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন দেশটির প্রবীণ বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি।ওই নির্বাচনে হেরে যাওয়া দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর হাজার হাজার কট্টরপন্থী সমর্থক লুলার জয় প্রত্যাখ্যান করে। রোববার তাদের এ তাণ্ডবকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করে স্থানীয় টেলিভিশন চ্যানেল গ্লোবো নিউজ জানায়, ‘তিনটি ভবনে অভ্যুত্থানচেষ্টায় সন্ত্রাসীরা আক্রমণ করেছে।’এ ঘটনাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হামলার ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল হিল ভবনে ওই হামলা হয়। সূত্র: দৈনিক বাংলা।
দেবে যাচ্ছে পুরো একটি শহর, রক্ষার সর্বাত্মক চেষ্টা
ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ড। রাজ্যটির চামোলি জেলার জোশিমঠ নামের শহরটি হিমালয়ে ঢোকার অন্যতম প্রবেশদ্বার। শহরটির কয়েক শত ঘর-বাড়ি ও দোকান-পাটে রবিবার থেকে ফাটল দেখা দিতে শুরু করেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও রাজ্যের চারটি দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা সেখানে যতদিন দরকার অস্থায়ীভাবে থাকবেন। দেশের সংশ্লিষ্ট আরও বিভাগ এবং সংস্থাগুলোরও সহায়তা চাওয়া হয়েছে। ডুবন্ত শহরটিকে বাঁচাতে প্রায়োজনীয় গবেষণা, পরিকল্পনা করবেন তারা। জোশিমঠের পরিস্থিতি নিয়ে রবিবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুরো শহরটিকে কীভাবে পুনর্গঠন করা যায়, তার একটা পরিকল্পনা অবশ্যই খুঁজে বের করতে হবে। প্রতি মুহুর্তের ভূমিকম্পগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসেবে রাখতে হবে। আরও সংশ্লিষ্ট সব দিক আমলে নিয়ে জোশিমঠের জন্য এমন একটি নগর পরিকল্পনা করতে হবে, যা হবে ঝুঁকি সহনশীল। সূত্র; প্রতিদিনের বাংলাদেশ।
ইউক্রেন সংকট
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে স্বেচ্ছাসেবীরা
কীভাবে নির্ভুল লক্ষ্যবস্তুতে গুলি চালাতে হয়, আহত সদস্যকে উদ্ধার কিংবা আত্মরক্ষার নানা কৌশল- সবই শেখানো হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি পাহাড় ঘেরা বরফ আচ্ছাদিত এলাকায়। যাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাঁরা সবাই ইউক্রেনীয় সেনাবাহিনীতে নবাগত। তাঁদের কাউকেই যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা হয়নি; বরং নিজেরা স্বেচ্ছায় যোগ দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিশোধ নিতে।নিউইয়র্ক টাইমস জানায়, সম্প্রতি ইউক্রেনীয় কমান্ডারদের হাতে এভাবে প্রশিক্ষণ নেওয়া স্বেচ্ছাসেবকরা মস্কো ও রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ। তাঁদের মধ্যে রয়েছেন চেচেন, ক্রিমিয়ার তাতার এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিকরা। মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে নিজ নিজ দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক নানা কারণে নির্যাতিত, এমনকি নির্বাসিতও রয়েছেন এই দলে। ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলে আসছেন, তাঁদের সেনার অভাব নেই। সূত্র: সমকাল
জনসম্মুখ থেকে নিরুদ্দেশ জ্যাক মা থাইল্যান্ডে, ছাড়ছেন অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ!
নিজ দেশে কর্তৃপক্ষের রোষানলে পড়ার পর থেকেই নিভৃতে থাকছেন চীনা ধনকুবের জ্যাক মা। সম্প্রতি তাকে দেখা গেছে, থাইল্যান্ডের এক রেস্তোরাঁয়। এভাবে তার আবির্ভাবের কয়েক ঘণ্টা পরেই তার প্রতিষ্ঠিত অ্যান্ট গ্রুপ জানায়, কোম্পানির নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছেন তিনি। খবর বিবিসি ও বিজনেস ইনসাইডারের-চীনের তথ্যপ্রযুক্তি নির্ভর বৃহৎ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান- অ্যান্ট গ্রুপ। সম্প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়ার পর– নিজ প্রতিষ্ঠিত ব্যবসার নিয়ন্ত্রণ থেকে সরে আসছেন তিনি। এই প্রেক্ষাপটে অ্যান্ট গ্রুপ জানিয়েছে, নেতৃত্বে এই পরিবর্তনের ফলে এককভাবে কেউ সার্বিক নিয়ন্ত্রণের অধিকারী থাকবে না।২০২০ সালে চীনের আর্থিক খাতের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছিলেন জ্যাক মা। তারপর থেকেই এই উদ্যোক্তা জনসম্মুখে সেভাবে আসছেন না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
নিষেধাজ্ঞার বিষয়ে রাষ্ট্রদূতদের সতর্ক থাকতে বাংলাদেশ সরকারের নির্দেশ, কী করতে পারেন তারা?
বাংলাদেশের কোন সংস্থা অথবা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির বিষয়ে সতর্ক থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের কাছে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ৩১শে ডিসেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্বাক্ষর করা এই চিঠিটি রাষ্ট্রদূতদের কাছে পাঠানো হয়।ঐ চিঠিতে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের একটি তালিকা ও সামনের বছরে রাষ্ট্রদূতদের কাজের অগ্রাধিকার দেওয়ার জন্য কিছু বিষয় উল্লেখ করা হয়েছে।বাংলাদেশের একটি ‘অভিজাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর একতরফা নিষেধাজ্ঞা জারির’ বিষয়টি উল্লেখ করে ঐ চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে ভবিষ্যতে ‘সরকারি সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা’ আসতে পারে। সূত্র: বিবিসি বাংলা।
২০ বছর পর যুক্তরাষ্ট্রের জেল থেকে মুক্ত শীর্ষ গুপ্তচর মন্টেস
স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়া সবচেয়ে আলোচিত গুপ্তচর অ্যানা মন্টেস ২০ বছরেরও বেশি সময় পর জেল থেকে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় বিশ্লেষক হিসেবে কাজ করতেন ৬৫ বছর বয়সী মন্টেস। এর আড়ালে প্রায় দুই দশক কিউবার হয়ে গুপ্তচরবৃত্তি করেন তিনি।এই অপরাধে তাকে ২০০১ সালে গ্রেপ্তার করা হয়। সে সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, কিউবায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের প্রায় পুরোটাই ফাঁস করে দিয়েছিলেন মন্টেস।একজন কর্মকর্তা বলেন, মন্টেস ছিলেন যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়া ‘সবচেয়ে ক্ষতিকারক গুপ্তচরদের’ একজন। সূত্র; বিডি নিউজ