প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
খেলাধুলা ডেস্ক
ইংলিশ এফএ কাপে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত পারফরম্যান্সে এভার্টনকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে এভার্টনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ। গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুল সত্ত্বেও দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা।
মার্কাস রাশফোর্ড দুইটি গোল নিজে তৈরি করে দিয়েছেন এবং অন্য একটি গোল নিজে করেছেন।
এদিন ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই দারুণ একটি গোলের সুযোগ তৈরি করে দেন মার্কাস রাশফোর্ড। তার তৈরি করা বল পেয়ে এভার্টনের জালে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনি। ম্যানইউর দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতি। নিজেদের জালেই বল জড়ান কনোর কোডি।
কিন্তু এই গোলে সবচেয়ে বেশি অবদান মার্কাস রাশফোর্ডের। তার তৈরি করা বল ক্লিয়ার করতে গিয়েই নিজেদের জালে বড় জড়ান কোডি। ম্যাচের শেষ মুহূর্তে (ইনজুরি সময়ে) পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন মার্কাস রাশফোর্ড নিজে।
তবে এভার্টন তারকা কনর কোডি দুইটি গোল করেন। একটি নিজেদের জালে, অন্যটি ম্যানইউর জালে। ফলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-১।
সারাদিন/০৭ জানুয়ারি/এমবি