প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
সারাদিন ডেস্ক
নিউইয়র্কে মানুষের মরদেহ জৈব সার করা যাবে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির প্রক্রিয়া অনুমোদন দেওয়া হয়েছে। খবর বিবিসির।
এই প্রক্রিয়ায় মানুষের মরদেহ মাটিতে রূপান্তরিত করা সম্ভব। এটিকে পরিবেশবান্ধব হিসেবে বিবেচনা করা হচ্ছে। সহজ উপায়ে প্রাকৃতিক জৈবপদ্ধতি হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে। এই পদ্ধতিতে দেখা গেছে, আবদ্ধ অবস্থায় থাকলে কয়েক সপ্তাহ পর মরদেহ পচে যায়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন প্রথম এই পদ্ধতির অনুমোদন দেয়। এরপর কলোরাডো, ওরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ পদ্ধতির অনুমোদন দেওয়া হয়।রাজ্যের ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হোচুল গত শনিবার অনুমোদন দেওয়ার পর নিউইয়র্ক ষষ্ঠ অঙ্গরাজ্য হিসেবে পদ্ধতিটির অনুমোদন দিল। মাটিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে জৈব সার তৈরির প্রক্রিয়াটি সম্পাদন করা হয়। সূত্র: প্রথম আলো
পরমাণু অস্ত্র বাড়াতে চান কিম
নিজ দেশের পারমাণবিক অস্ত্রসম্ভার দ্রুতগতিতে বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যে দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। গতকাল রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক বৈঠকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুরক্ষায় ‘ব্যাপক সামরিক ক্ষমতা’ অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন কিম। উত্তর কোরীয় রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরো জানায়, দক্ষিণ কোরিয়া ‘অযৌক্তিক ও বিপজ্জনক অস্ত্রসম্ভার গড়ে তোলার দিকে ঝুঁকেছে’ বলে ওই বৈঠকে অভিযোগ করেন শীর্ষ নেতা কিম। তিনি বলেন, দেশটি পিয়ংইয়ংয়ের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
শপথ নিয়ে ব্রাজিল পুনর্গঠনের প্রতিশ্রুতি দিলেন লুলা
তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। শপথ নেওয়ার পর ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’ ও পরিবেশ আর দরিদ্রদের জন্য লড়াই করবেন বলেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের। শপথগ্রহণের আগে ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।স্থানীয় সময় রোববার শপথ গ্রহণের পর তিনি বলেছেন, মন্দায় থাকা ব্রাজিলের অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে সরকার। সেই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের ঘাটতি পূরণে চেষ্টা করা হবে।
লুলার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিলের মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লৈঙ্গিক সমতা নিয়ে আসা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় নামিয়ে আনা। সূত্র: সমকাল
ক্রমবর্ধমান কভিড সংক্রমণ
টানা তৃতীয় মাসের মতো চীনের শিল্পোৎপাদন কার্যক্রম সংকুচিত
চীনের কারখানা কার্যক্রমে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ডিসেম্বরে এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো দেশটির শিল্পোৎপাদন কার্যক্রম সংকুচিত হয়েছে। গত মাসে এ সংকোচনের হারও প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। হঠাৎ করে জিরো কভিড নীতি থেকে বেরিয়ে এসেও সংকটের মুখোমুখি হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ উৎপাদন কার্যক্রমকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। খবর রয়টার্স।চীনের পরিসংখ্যান অফিস ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) গত শনিবার জানিয়েছে, সরকারি ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ডিসেম্বরে ৪৭ পয়েন্টে নেমেছে। নভেম্বরেও এ হার ৪৮ পয়েন্ট ছিল। এর আগে দুই মাস সংকোচনের পর সেপ্টেম্বরে ইতিবাচক অবস্থানে ফিরেছিল দেশটির শিল্পোৎপাদনের এ সূচক। এরপর আবারো তা নেতিবাচক অবস্থানে চলে গেছে। গত মাসে চীনের উৎপাদন খাতের এ সংকোচন অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে তীব্র ছিল। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা এটি ৪৮ পয়েন্টে অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছিলেন। পিএমআই ৫০ পয়েন্টের নিচে সংকোচন এবং এর ওপরে প্রসারিত হওয়ার ইঙ্গিত দেয়। ডিসেম্বরের শুরুর দিকে কঠোর জিরো কভিড নীতি থেকে হঠাৎ সরে আসার ঘোষণা দেয় বেইজিং। পাশাপাশি প্রায় তিন বছর ধরে চালিয়ে আসা গণপরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দিয়েছে দেশটি। এ অবস্থায় নতুন শনাক্ত চিহ্নিত করার পদক্ষেপও থমকে গেছে। লকডাউন ও বিধিনিষেধ তুলে দেয়ায় দেশটির ব্যবসায়িক পরিস্থিতি উন্নত হওয়ার আশা করা হয়েছিল। তবে এর পরই দেশটিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কিছু অনুমান বলছে, বর্তমানে দেশটিতে দ্রুত কভিড সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ফলে চীনের ১৪০ কোটি জনসংখ্যার ৬০ শতাংশ পর্যন্ত সংক্রমিত হতে পারে। যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটির তথ্য অনুসারে, ডিসেম্বরে ক্রমবর্ধমান সংক্রমণ সম্ভবত ১ কোটি ৮৬ লাখে পৌঁছেছে। সূত্র; বণিক বার্তা ।
দুই শতাধিক নতুন গ্রহ
জ্যোতির্বিজ্ঞানীদের জন্য ২০২২ সালটা ছিল নানা কারণে স্মরণীয়। মহাকাশে জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিগুলো গত বছর প্রথমবারের প্রকাশিত হয়। তা ছাড়া জ্যোতির্বিদরা ২০০টির বেশি নতুন গ্রহ আবিষ্কার করেছেন। ফলে সৌরজগতের বাইরে তাদের খুঁজে পাওয়া মোট গ্রহের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।পৃথিবীর অনুরূপ আরেকটি গ্রহ খুঁজে পাওয়ার জন্য মহাকাশ গবেষকরা গত কয়েক দশক ধরে চেষ্টা করছেন। ইতিমধ্যে গ্রহ আবিষ্কারের প্রচেষ্টায় ব্যবহৃত প্রযুক্তি ও কৌশলে ক্রমান্বয়ে অগ্রগতি হয়েছে। ২০২১ সালের শেষের দিকে জেমস ওয়েব নামের শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রটি মহাকাশে পৌঁছে কাজ শুরু করেছে। এটি ছয় মাস ধরে মহাবিশ্বের বিস্তর ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। জেমস ওয়েবের পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২২ সাল শেষে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে ৫ হাজার ২৩৫টি গ্রহের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে কানাডা ও ইউরোপীয় দেশগুলোর সহায়তায় এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে মহাকাশে জেমস ওয়েব টেলিস্কোপটি পাঠানো হয়েছে। এটি মূলত বিভিন্ন নক্ষত্রের জীবন চক্র নিয়ে পর্যবেক্ষণ চালাবে। পাশাপাশি আমাদের সৌরজগতের বাইরে অন্য গ্রহের উপস্থিতি অনুসন্ধান করবে। নাসা সম্প্রতি এক টুইটার বার্তায় বলেছে, ‘২০২২ সালের শুরুতে আমাদের কাছে পাঁচ হাজারের কম গ্রহের তথ্য ছিল। বছর শেষে এ সংখ্যা ৫ হাজার ২৩৫-এ পৌঁছেছে। সৌরজগতের বাইরের গ্রহগুলোর প্রায় চার শতাংশ পৃথিবী বা মঙ্গলের মতো পাথুরে বলে জানতে পেরেছি। নতুন বছর কী নিয়ে আসবে: আরও কয়েকটি গ্রহ।’ সূত্র: দৈনিক বাংলা ।
টুইটার কিনে ‘ফতুর’!
এক বছরে খোয়ালেন ২০০ বিলিয়ন ডলার
২০২২ সালের প্রথমে ইলন মাস্কের সম্পত্তির মূল্য ছিল ৩৩৮ বিলিয়ন ডলার। কিন্তু বছর শেষে তা এসে দাঁড়িয়েছে ১৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ২০০ বিলিয়ন ডলার খুইয়েছেন। যা সম্পদ হারানো রেকর্ড। অবশ্য গতকাল ফোর্বসের বিলিনিয়রের তলিকায় তার সম্পত দেখানো হয়েছে ১৪৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। টেসলা-টুইটারের মালিকের এই রেকর্ড সম্পত্তি স্খলন রীতিমতো চর্চিত হচ্ছে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে। ব্লুমবার্গের বিলিনিয়র ইনডেক্সের তথ্য বলছে, ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বে বর্তমানে জেফ বেজোসের পর মাস্কই একমাত্র ব্যক্তি, যার সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ছাড়িয়েছিল। কিন্তু গত নভেম্বরের পর থেকেই টুইটার কর্তার আর উত্থান চোখে পড়েনি। বরং তাঁকে টেক্কা দেন লুই ভিতোর মালিক বার্নার্ড আর্নল্ট। অনেকেই মন্তব্য করেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে টুইটার কেনার পর থেকেই আর্থিক লোকসানের মুখে পড়েন মাস্ক। সূত্র: বিডি প্রতিদিন
ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখল নিয়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘ
ফিলিস্তিনি ভূখণ্ডগুলোতে ইসরায়েলি দখলদারির ব্যাপারে আন্তর্জাতিক আদালতের কাছে আইনি মতামত চেয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।এ ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ৮৭টি দেশ এর পক্ষে মত দেয়। আন্তর্জাতিক আদালতের রুলিংএর আইনি বাধ্যবাধকতা থাকলেও এ আদালত নিজে তা প্রয়োগ করার জন্য কোন দেশকে বাধ্য করতে পারে না।জর্ডন নদীর পশ্চিম তীর – যা ওয়েস্ট ব্যাংক নামে পরিচিত – তা ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল। একই সময় পূর্ব জেরুসালেমও দখল করে তারা। এ ছাড়া গাজা এলাকাটি থেকে ২০০৫ সালে ইসরায়েলি প্রত্যাহারের পরও এখনো জাতিসংঘ এটিকে অধিকৃত এলাকার অংশ মনে করে। সূত্র: বিবিসি বাংলা।
সোমালিল্যান্ডে বিক্ষোভকারী-নিরাপত্তা বাহিনী সংঘর্ষে নিহত ২০
সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমালিল্যান্ডের পূর্ব অংশে অবস্থিত লাসকানুদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই চলছে। লাসকানুদ সুল অঞ্চলের প্রশাসনিক রাজধানী। অঞ্চলটি নিয়ে সোমালিল্যান্ড ও পার্শ্ববর্তী পুন্টল্যান্ডের মধ্যে বিরোধ আছে। পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল।সরকারি লাসকানুদ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ফারাহ জানান, কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। হাসপাতালে নিহত অনেকের লাশ দেখার কথাও জানিয়েছেন তিনি। সূত্র: বিডি নিউজ
ইসরায়েলি হামলায় দামেস্ক বিমানবন্দর বন্ধ, ২ সেনা নিহত
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার অন্তত ২ জন সেনা নিহত হয়েছেন।এ ঘটনায় দামেস্ক বিমানবন্দরের সেবা বন্ধ রয়েছে। রিয়ার সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তির গণমাধ্যম আলজাজিরা। আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায়, সোমবার রাত ২ টার দিকে দামেস্ক বিমানবন্দর এবং আশপাশের অঞ্চল টার্গেট করে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। নিরাপত্তার খাতিরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এক বছরের কম সময়ে এ নিয়ে দুইবার দামেস্ক বিমানবন্দরটি বন্ধের ঘটনা ঘটলো। এর আগেও সিরিয়ার এই প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। গত বছরের জানুয়ারিতে ইসরায়েলি হামলায় বিমানবন্দরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয় বিমানবন্দরটি। এদিকে সোমবারের হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সূত্র: বাংলানিউজ
রুশ মিলিটারি কোয়ার্টারে হামলা, নিহত অনেকে
রুশ নিয়ন্ত্রিত দোনেতস্কের মাকিভকা ও অন্যান্য অঞ্চলে গোলাবর্ষণ চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, একটি সামরিক কোয়ার্টারও হামলার শিকার হয়েছে। এতে অনেকে নিহত হয়েছেন। দোনেতস্কে রুশ নিযুক্ত প্রশাসন বলেছে, গতকাল রোববার নতুন বছরের প্রাক্বালে রাতজুড়ে অঞ্চলটিতে অন্তত ২৫টি রকেট হামলার ঘটনা ঘটেছে।অঞ্চলটিতে মস্কো নিযুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস বলছে, মাকিভকাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে নিরপেক্ষভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: দৈনিক আমাদের সময়