প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
সারাদিন ডেস্ক
মাসসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে আজ রোববার (১ জানুয়ারি)। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলবে এ মেলা। মেলাটি দ্বিতীয় বারের মতো এই স্থানে অনুষ্ঠিত হতে চলেছে। এতে বাংলাদেশ ছাড়াও আরও ১০ দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর সাপ্তাহিক বন্ধের দিন খোলা থাকবে রাত ১০টা অবধি।
রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
এবার মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি মিলে মেলায় ৩৫১টি স্টল রয়েছে। মেলায় ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।
তথ্যমতে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ৩১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এ ছাড়া এ বছর মেলা প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করতে শিশুপার্ক, বঙ্গবন্ধু প্যাভেলিয়নসহ সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে সাজানো হলে বাকি আছে সাজসজ্জার কাজ। চলছে স্টল, প্যাভিলিয়নের অবকাঠামো নির্মাণ। সে হিসেবে এসব শেষ করতে লেগে যেতে পারে আরও দুদিন বলে মনে করছেন স্টল সংশ্লিষ্টরা।
যাতায়াতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মেলায় যাতায়াতে যাতে কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্য গেল বছরের মতো শাটল সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত প্রাথমিকভাবে ৭০টি বিআরটিসি বাস চলাচল করবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।’
বাসের ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘মেলা চলাকালীন বাসগুলো চলাচল করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন মেলা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।’