Print

সারাদিন

সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি:

আসছে শুভ প্রবারণা পূর্ণিমা। এই উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জামালখানস্থ বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বিত্ব করেন সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. বিদ্যুৎ বড়ুয়া।প্রধান সমন্বয়কারী মিথুন বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সদস্য স্বপন বড়ুয়া ,ডায়মন্ড বড়ুয়া, সনত বড়ুয়া, ত্রিদ্বীপ বড়ুয়া, কাজল বড়ুয়া, বিধান বড়ুয়া ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রশাসনের সহযোগিতায় সবার সার্বিক অংশগ্রহণে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে হবে। শৃঙ্খলা মেনে, সাধারণ জনগণের কথা চিন্তা করে ফানুস উত্তোলন যথাযথভাবে সম্পন্ন করার উপর মনোযোগ প্রদান করতে হবে।

সবাই আশা করেন, বরাবরের মত এবারো ধর্মীয় উৎসবের উন্মাদনায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে।

সারাদিন/২৭ সেপ্টেম্বর

Nagad
Nagad