Print

সারাদিন

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন বিচারক।

সোমবার (০৫ আগস্ট) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ০২ নভেম্বর ফতেপুর গ্রামের আট বছর বয়সী একটি শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত হাফিজুর রহমান শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি কাউকে না জানাতে শিশুকে ভয়ভীতি দেখান। শিশুটি বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি জানালে ওইদিনই মহেশপুর থানায় একটি মামলা করের ভুক্তভোগীর বাবা।

তদন্ত শেষে মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া আসামির বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (০৫ আগস্ট) সোমবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করে আদালত।

সারাদিন/০৫ সেপ্টেম্বর/এমবি

Nagad
Nagad