Print

সারাদিন

ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

খেলাধুলা ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগে করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর মডেল থানায় গিয়ে লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন তার স্ত্রী।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরাত জাহানের মামা সৈকত গণমাধ্যমকে বলেন, আমার ভাগ্নিকে মারধর এবং নির্যাতনের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন সময় আল আমিনের নির্যাতনের শিকার হয়ে আসছে ইসরাত।

ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।

সারাদিন/০১ সেপ্টেম্বর/এমবি

Nagad
Nagad