ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আজিজ মিয়া (৫২), বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।


সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গুরুতর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টাকা ভাংতি নিয়ে বিরোধের জেরে ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে বিবাদ হয়। ওইদিন সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে আগুন দেয়। এর জের ধরেই মঙ্গলবার ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।