পেহেলগাম হামলার পর সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে প্রতিক্রিয়া জানাতে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। তিনি হামলার জবাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কোথায় ও কখন তা প্রয়োগ হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও সামরিক বাহিনীর ওপর ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
প্রধানমন্ত্রী মোদি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের জাতীয় সংকল্প। আমি ভারতীয় সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি।”


মঙ্গলবার (২৯ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।
এই বৈঠকের পরপরই প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএস) বৈঠকে বসে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। জবাবে ভারত সীমান্ত বন্ধ, কূটনৈতিক কর্মীদের সংখ্যা হ্রাস, ভিসা নিষেধাজ্ঞা, এবং সিন্ধু পানি চুক্তির বাস্তবায়ন স্থগিতসহ একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে।
এদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও আকাশসীমা এবং ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে, পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে, যা দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
এছাড়া, পেহেলগাম হামলার পর নিয়ন্ত্রণরেখায় (LoC) উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দানা বাঁধছে।
সূত্র: এনডিটিভি