‘দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধে সরকারের কোনো নির্দেশনা ছিল না’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দীপ্ত টেলিভিশনের সংবাদ কার্যক্রম বন্ধ বা কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ‘সরকার এখানে কাউকে কলও দেয়নি। এটি দীপ্ত টিভির অভ্যন্তরীণ সিদ্ধান্ত।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমাদের মন্ত্রিত্বের ছয় মাসে আমরা কাউকে ফোন দিইনি। কিন্তু দীপ্ত টিভির এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এতে সাধারণ মানুষ ভাবতে পারে যে, সরকার এমনটি করেছে, যা সত্য নয়।’

চাকরি বাজারের বাস্তবতা প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য আবেদন করেছিলাম। তখন আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এত অল্প আয়ে একজন মানুষ ঢাকায় কীভাবে চলবে? পরিবার-পরিজনকে কী দেবে?’

উক্ত মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

Nagad