কারিগরি শিক্ষার্থীরা দেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা
কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারলে দেশের উন্নয়ন বহুগুণে তরান্বিত হবে।
আজ সোমবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ড. আবরার বলেন, ‘সমাজে সমতা প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক হলো শিক্ষা। আর শিক্ষকতা পেশা হলো একটি মহান ব্রত।’ এজন্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সুসম্পর্ক বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি নির্ভর পদ্ধতি সংযুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কাজ হলো সমাজ ও সংস্কৃতিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা।’
এ সময় তিনি টেকনিক্যাল শিক্ষায় নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।