গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি ছাড়াল ৫২ হাজার ২০০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে হামলা; দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। অবরুদ্ধ উপত্যকায় আর কোনো স্থানই নিরাপদ নেই।
সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।


সোমবার (২৮ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। এছাড়া গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২৭ এপ্রিল) গাজা জুড়ে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার ভোরে আরও ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট ৫২ হাজার ২৪৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ভয়াবহ অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা ১৫ মাস সামরিক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় নেতানিয়াহু প্রশাসন।
তবে, গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ১৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫৯৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের এ হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।