শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম, যা জানা গেছে

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

নোয়াখালীর সদর উপজেলায় জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ রিজভীর ছোট ভাই শাহরিয়ার হাসান রিমন (১৬) মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাইজদী শহরের বালিংটন মোড়ে এ ঘটনা ঘটে।

রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার বাসিন্দা ব্যাংকার মো. জামাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি জুলাই-গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই।

রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, দুই দিন আগে রিমনের স্কুলের বন্ধুদের সঙ্গে বাইরের কয়েকজন ছেলের ঝগড়া হয়। বিষয়টি রিমন মাকে ও শিক্ষকদের জানিয়েছিলেন। সে ঝগড়া মীমাংসার চেষ্টা করে এবং বলেছিল, “আমি শহীদের ভাই, আর কোনো মায়ের বুক খালি হোক চাই না।”

এ ঘটনায় বাইরের ছেলেরা রিমনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে রোববার বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে রিমনকে পেছন থেকে ডেকে নিয়ে পিঠ ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

Nagad

রিমনের মা জানান, পিঠে তিনটিসহ মোট ছয়টি ছুরিকাঘাত করা হয়েছে। তার পিঠের আঘাত ফুসফুস পর্যন্ত পৌঁছেছে। হামলাকারীরা প্রথমে মনে করেছিল রিমন মারা গেছে। পরে জানতে পেরে সে বেঁচে আছে, তারা আবার হাসপাতালে গিয়ে হামলার চেষ্টা করেছিল।

রিমনের স্কুলের বন্ধুরা হামলাকারীদের পরিচয় জানে বলেও জানান তিনি।

এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, “ঘটনার তথ্য নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। কী নিয়ে ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়েছে।”