অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনসহ ১১ জনের পদত্যাগের কারণে পরিচালনাগত জটিলতা তৈরি হয়েছে। ফলে সোমবার (২৮ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ থাকবে। উপাচার্য ও বিভাগীয় প্রধানদের পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু হবে না বলেও জানানো হয়েছে।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ব্রিফিং করে জানান, তারা উপাচার্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ছাড়া অন্য শিক্ষকদের পদত্যাগ প্রত্যাশা করেন না। বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।