ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে
কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এখন পর্যন্ত চারবার গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (২৭ এপ্রিল) রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর টানা চতুর্থ রাতেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করা হয়। ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিয়েছে। প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
তবে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
এর আগে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নেয় ভারত। আটারি সীমান্ত বন্ধ করে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে, বাতিল করা হয়েছে সব ধরনের ভিসা। এমনকি সিন্ধু নদের পানিবণ্টন চুক্তিও স্থগিত করেছে ভারত।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই রকম পদক্ষেপ নিয়েছে। দেশটি সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ ও আকাশসীমা নিষিদ্ধ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, যেকোনো মূল্যে দেশের পানির অধিকার রক্ষা করা হবে।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামের হামলায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রতিটি ভারতীয় নাগরিকের ‘রক্ত ফুটছে’ এবং হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তি পেতে হবে।