চলতি মাসে ২৬ দিনে প্রবাসী আয় ২৭ হাজার ৫৯৩ কোটি টাকা
ঈদের পর এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২২৭ কোটি ১০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ৫৯৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা হিসাবে)। বাংলাদেশ ব্যাংকের রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম ২৬ দিনে প্রবাসী আয়ে গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। দৈনিক গড়ে এ সময়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ডলার, যেখানে গত বছরের এপ্রিল মাসে দৈনিক গড়ে এসেছিল ৬ কোটি ৮১ লাখ ৪১ হাজার ডলার।


বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসে প্রবাসী আয় বাড়লেও ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটির প্রভাব পড়েছে এপ্রিলের শুরুতে। তবে ছুটির পরবর্তী ২১ দিনে প্রবাসী আয়ের গতি আবার বেড়ে যায়।
চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনে প্রবাসী আয়ের উৎসভিত্তিক তথ্য অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার।
একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে — ৩৫ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার। এরপর রয়েছে সোনালী ব্যাংক (৩২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার), অগ্রণী ব্যাংক (২৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার), জনতা ব্যাংক (১৭ কোটি ৮৯ লাখ ১০ হাজার ডলার) এবং ট্রাস্ট ব্যাংক (১৭ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার)।
এদিকে, মার্চ মাসে স্মরণকালের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছিল, যা দৈনিক গড়ে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৬৪৫ ডলার।