চিকিৎসকদের জন্য নতুন যুগের এআই সহকারী উন্মোচন করলো মাইক্রোসফট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য নতুন ভয়েস-অ্যাক্টিভেটেড এআই সহকারী ‘ড্রাগন কোপাইলট’ উন্মোচন করেছে মাইক্রোসফট। এই টুলটি ক্লিনিক্যাল নোট ট্রান্সক্রাইব, ডকুমেন্ট খসড়া তৈরি এবং দ্রুত চিকিৎসা তথ্য অনুসন্ধানে সহায়তা করবে।

ড্রাগন কপাইলট মাইক্রোসফট ক্লাউড ফর হেলথকেয়ারের অংশ এবং এতে সংযুক্ত করা হয়েছে নিউয়ান্স (Nuance) নামক ভয়েস এআই প্রযুক্তি, যেটি মাইক্রোসফট ২০২১ সালে ১৬ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেছিল। নতুন টুলটি জেনারেটিভ এআই-এর মাধ্যমে আরও উন্নত করা হয়েছে এবং স্বাস্থ্যসেবার নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে বলে মাইক্রোসফট ৩ মার্চ এক ব্লগ পোস্টে জানিয়েছে।

মাইক্রোসফটের প্রকাশিত ব্লগ পোস্ট অনুযায়ী, ড্রাগন কপাইলটের মূল বৈশিষ্ট্যগুলো হলো ডকুমেন্টেশন সহজ করা। যেমন মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্টসহ অ্যাম্বিয়েন্ট নোট তৈরি, স্বয়ংক্রিয় টাস্ক, ব্যক্তিগতকৃত স্টাইল ও ফরম্যাটিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডিকটেশন, স্পিচ মেমো, এডিটিং, কাস্টমাইজড টেক্সট ও টেমপ্লেট ব্যবহারের সুবিধা একক ইন্টারফেসে পাওয়া যাবে। এছাড়াও একীভূত এআই সহকারী ব্যবহার করে নির্ভরযোগ্য সূত্র থেকে দ্রুত চিকিৎসা বিষয়ক তথ্য অনুসন্ধান করা যাবে। এই কোপাইলট কথোপকথনের মাধ্যমে অর্ডার, নোট ও ক্লিনিক্যাল প্রমাণের সংক্ষিপ্তসার, রেফারেল চিঠি এবং পরিদর্শন-পরবর্তী সারাংশ তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এক জায়গায় সম্পন্ন করা যাবে।

মাইক্রোসফট হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স সলিউশনস অ্যান্ড প্ল্যাটফর্মস বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জো পেট্রো বলেন, ‘স্বাস্থ্যসেবায় প্রশাসনিক চাপ কমাতে এবং চিকিৎসকদের রোগী পরিচর্যায় মনোনিবেশ করতে সহায়তা করাই এআই-এর বিশাল সম্ভাবনা বলে আমরা বিশ্বাস করি। ড্রাগন কোপাইলটের মাধ্যমে আমরা বাজারে প্রথম ইউনিফাইড ভয়েস এআই অভিজ্ঞতা আনছি, যা চিকিৎসক এবং রোগী উভয়ের জন্যই ইতিবাচক পরিবর্তন আনবে।’

ওয়েলস্প্যান হেলথের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ডিজিটাল এবং চিফ ইনফরমেশন অফিসার ডা. আর হাল বেকার বলেন, ‘ড্রাগন কোপাইলট শুধু ইএইচআর ব্যবস্থাপনায় কাজকে সহজ করছে না, বরং মাইক্রোসফটের সমন্বিত এআই ইকোসিস্টেমের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে বুদ্ধিদীপ্ত ও ধারাবাহিক অভিজ্ঞতা নিশ্চিত করছে। এটি রোগীসেবা উন্নত করার পাশাপাশি চিকিৎসকদের কাজের ধারা সহজ করে তুলছে, যা সত্যিই একটি গেম-চেঞ্জার’। সূত্র; এনডিটিভি

Nagad