‘সন্ত্রাসী’ সাজ্জাদ ফের ৩ দিনের রিমান্ডে
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে হাটহাজারী থানার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ছোট সাজ্জাদ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শিকারপুর এলাকার মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অন্তত ২০টি মামলা রয়েছে।


হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গত বছরের ২৯ আগস্ট কুয়াইশ-অক্সিজেন সড়কে মো. আনিস ও মাসুদ কায়ছার নামে দুজন খুন হন। এ ঘটনায় মাসুদের ভাই মো. আরিফ বাদী হয়ে সাজ্জাদসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় সাজ্জাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২০২৩ সালের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গিয়ে পুলিশের ওপর গুলি চালান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। পরে ফেসবুক লাইভে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকিও দেন। এ ঘটনার পর চলতি বছরের ২৯ জানুয়ারি সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে নগর পুলিশ।
শেষপর্যন্ত গত ১৫ মার্চ রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৯ মার্চ রাত সোয়া ২টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হন। এ ঘটনায়ও সাজ্জাদের বিরুদ্ধে মামলা হয় এবং ১৩ এপ্রিল আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।