আলাপ-আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যা সমাধান চায় বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে আলাপ-আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে দুই দেশের সম্মতিতে মধ্যস্থতার ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে ঢাকা, তবে আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। আমরা চাই, তারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুক।”

ইরান ও সৌদি আরব ইতোমধ্যে ভারত-পাকিস্তান সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও চাইলে মধ্যস্থতার ভূমিকা রাখতে পারে কি না—এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, আগ বাড়িয়ে কিছু করার পক্ষে নয় বাংলাদেশ। তবে দুই দেশ চাইলে সহায়তার বিষয়ে ভাবা যেতে পারে।

চলমান উত্তেজনার বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, “আধুনিক যুগে সব কিছু কমবেশি প্রভাব ফেলে। তবে ভারত-পাকিস্তানের এই সংঘাত আমাদের সরাসরি প্রভাবিত করার কিছু নেই, কারণ আমরা কোনো পক্ষ নিইনি।”

বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে উপদেষ্টা জানান, এ সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই, বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলোর এখতিয়ার।

Nagad