কানাডায় উৎসবরত জনতার ওপর উঠে গেল গাড়ি, নিহত বেশ কয়েকজন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

ছবি: আলজাজিরা

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে উৎসবরত জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরা জানায়, শনিবার রাত ৮টার কিছু পরে সানসেট অন ফ্রেজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ৩০ বছর বয়সী গাড়ি চালককে আটক করেছে।

ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উৎসবস্থলের ভিড়ের মধ্যে একটি কালো গাড়ি অস্বাভাবিকভাবে চলতে দেখা গিয়েছিল।

ঘটনার পর ভিডিওতে আহত ও অচেতন মানুষদের পড়ে থাকতে দেখা গেছে, এবং উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ তাদের সাহায্য করছেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভ্যাঙ্কুভারের মেয়র ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নিহত ও আহতদের পরিবার, ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায় এবং পুরো ভ্যাঙ্কুভারের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সবাই আপনাদের শোকে শামিল।

কানাডিয়ান এই প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার ঘটনাটির তদন্ত প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Nagad

উল্লেখ্য, কানাডায় আগামী ২৯ এপ্রিল ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে দেশটি।