এনআইডির সাবেক ডিজির এনআইডি ব্লকের নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ বিষয়টি জানানো হয়।

দুদক পাঠানো চিঠিতে বলা হয়েছে, সালেহ উদ্দিনসহ দুটি ব্যক্তির বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের এনআইডি ব্লক করার আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের সময়েই স্মার্টকার্ডের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে চুক্তি করা হয়, যা এখনো ইসিকে সমস্যায় ফেলছে।