দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।


বৈঠকের শুরুতে আলী রীয়াজ বলেন, “পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন ইতোমধ্যে প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখা জরুরি।”
তিনি আরও বলেন, ‘পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্যই এই প্রচেষ্টা। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে।’
জুলাই আন্দোলনে জীবনদানকারী, আহত এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামরত সকল মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, ‘গত ৫৩ বছরে যারা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের সবার কাছে আমাদের দায় রয়েছে।’
সংস্কারের বিষয়ে সংলাপের অগ্রগতি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করেছি। এই অর্জন ধরে রাখতে না পারলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে।’
আলী রীয়াজ বলেন, ‘আমরা একত্রিতভাবে এমন একটি অর্জনের জন্য কাজ করছি, যা কেবল বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়বে।’
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যেখানে দ্বিমত থাকবে, সেখানে জনগণের কাছে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্যের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাবে।’
এর আগে প্রথম ধাপের সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। রোববার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সঙ্গেও সংলাপে বসবে তারা।
আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি’র নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ আরো দেওয়ান আবদুর রশিদ নীলু, হাসান মারুফ রুমি, মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, ইমরাদ জুলকারনাইন, তরিকুল সুজন, মুরাদ মোর্শেদ এবং দীপক রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। গণসংহতি আন্দোলনসহ এ পর্যন্ত ১৮টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।