এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়, যা চালু হয় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিজয় সরণি এলাকার বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়।

এ সময় মেট্রোতে চলাচলরত যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহারে বাধ্য হন, আবার অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

মূলত বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুরো রুটেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়।