ঢাকায় প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে যৌথ অভিযান শুরু হচ্ছে
ঢাকা মহানগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকা শহরের ভেতরে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে। ইতোমধ্যে ডিএমপি এসব ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। রাতের বেলা অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হবে।’
তিনি আরও বলেন, স্থানীয় কমিউনিটি যদি সোচ্চার হয়, তাহলে অবৈধ অটোরিকশা ও অবৈধ হকার উচ্ছেদ সহজ হবে। পাশাপাশি গরমের তীব্রতা মোকাবেলায় রাস্তার পাশে বেশি করে গাছ লাগানোরও পরামর্শ দেন তিনি।
এ সময় ডিএনসিসির প্রশাসক ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৭টি প্যাকেজের আওতায় ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন।