শেষ বলে নাটকীয় জয়ে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখলো মোহামেডান
শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (২৬ এপ্রিল) শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারায় সাদা-কালোরা।
২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান। চরম নাটকীয়তায় মোহামেডান শেষ বল পর্যন্ত লড়াই করে জয় তুলে নেয়। বাঁহাতি অলরাউন্ডার নাসুম আহমেদ ১৩ বলে হার না মানা ২১ রান করে ম্যাচের নায়ক হন।


শেষ ওভারে প্রথম দুই বলে মাত্র ১ রান আসে। তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান নাসুম। পঞ্চম বলে আবার ছক্কা মেরে ম্যাচ সমতায় আনেন তিনি। শেষ বলে মিড-অনে ঠেলে ১ রান নিয়ে মোহামেডানের শিবিরে উচ্ছ্বাসের জোয়ার বইয়ে দেন।
এর আগে গাজী গ্রুপের হয়ে মুনিম শাহরিয়ার ৮০ রানের ঝকঝকে ইনিংস খেললেও তাদের ইনিংস থামে ২৩৬ রানে। মোহামেডানের পক্ষে সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন।
জবাবে মোহামেডানের ব্যাটিং ছিল ধীরগতির। রনি তালুকদার (৫৫), মাহমুদউল্লাহ (৪৯) ও তাওহিদ হৃদয় (৩৭) রান করলেও ম্যাচ বারবার ঝুঁকিতে পড়ে। শেষ পর্যন্ত সাইফউদ্দিন (৩৫*) ও নাসুমের দৃঢ়তায় জয় নিশ্চিত করে দলটি।
এই জয়ে মোহামেডানের পয়েন্ট দাঁড়ায় ২৪। আবাহনীর ২৬ পয়েন্টের চেয়ে ২ পয়েন্ট কম। ফলে আগামী ২৯ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে মোহামেডান জয় পেলেই হেড টু হেডে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলবে। তবে ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে আবাহনী হবে চ্যাম্পিয়ন।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২৩৬/১০ (৪৯.৪ ওভার)
(মুনিম শাহরিয়ার ৮০, সাদেকুর ২৬, ওয়াসি সিদ্দিকী ২২; সাইফউদ্দিন ৩/৪২, মোস্তাফিজ ৩/৪৬)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৩৭/৬ (৫০ ওভার)
(রনি তালুকদার ৫৫, মাহমুদউল্লাহ ৪৯, তাওহিদ হৃদয় ৩৭, সাইফউদ্দিন ৩৫*, নাসুম ২১*)
ফল: মোহামেডান ৪ উইকেটে জয়ী।