এআই যুগে মানব সৃষ্টিশীলতা নিয়ে ভাবনায় মাইক্রোসফটের ডিজাইন প্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

মাইক্রোসফটের ডিজাইন ও গবেষণা বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জন ফ্রিডম্যান মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে ডিজাইনার ও সৃষ্টিশীল মানুষের কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। সম্প্রতি মাইক্রোসফট ৩৬৫ কো-পাইলট অ্যাপের নতুন ডিজাইন উন্মোচনের আগে ফ্রিডম্যান এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ফ্রিডম্যান বলেন, ‘‘পরিবর্তনটা খুবই নাটকীয় এবং এর সুযোগও বিশাল। আমাদের কাজের ধরন বদলে গেছে। এখন ডিজাইনের কাজ শুধু তৈরি করার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কীভাবে সম্পাদনা করা যায় সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’’-খবর দ্য ভার্জের।

তিনি জানান, ব্যক্তিগতভাবে গত ৬-৮ মাসে তার কাজ সম্পাদনা-নির্দেশনার দিকে বেশি ঝুঁকেছে। এআই প্রযুক্তি দ্রুতগতিতে বদলে দিচ্ছে সৃষ্টিশীল কাজের প্রক্রিয়া। এখন এডোবি, ফিগমার মতো সফটওয়্যারেও এআই একীভূত হচ্ছে, যা ডিজাইনারদের পুরোটাই নিজ হাতে তৈরি না করে এআইকে সহায়কের মতো ব্যবহারে উৎসাহিত করছে।

তবে এআই নিয়ে উদ্বেগও রয়েছে। বিজ্ঞাপন, চলচ্চিত্র, ভিডিও গেমসহ বিভিন্ন ক্ষেত্রে জেনারেটিভ এআই ব্যবহারে মানুষের সৃষ্টিশীলতার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদিও মাইক্রোসফট ইতিমধ্যেই তাদের ভিজ্যুয়াল ডিজাইন টিমে জেনারেটিভ এআই ব্যবহারে সাফল্যের উদাহরণ দেখিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক সারফেস ল্যাপটপের বিজ্ঞাপনে গতি যোগ করতে হাইলু এবং ক্লিং-এর মতো জেনারেটিভ এআই টুল ব্যবহার করা হয়েছে—এবং দর্শকদের অনেকেই বিষয়টি টেরও পাননি।

ফ্রিডম্যান নিজেও এআই ব্যবহার করে তার ছেলের জন্য একটি বইয়ের ছবি তৈরি করেছেন এবং ভিডিও সম্পাদনাসহ ওয়েবসাইট নির্মাণেও এআই টুল ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘‘সৃষ্টিশীল নির্মাতা হিসেবে আমার উদ্দেশ্য থাকে বড় কোনো ভাবনা প্রকাশ করা। সব সময় নিজ হাতে পিক্সেল নাড়িয়ে কাজ করার প্রয়োজন পড়ে না।’’

তবে তিনি স্বীকার করেন, মানুষের মধ্যে এখনো ভয় আছে—এআই কি কাজ কাড়বে? নাকি সৃষ্টিশীলতাকে আরো এগিয়ে নিয়ে যাবে? ফ্রিডম্যানের আশা, এআই হবে আরেকটি শক্তিশালী সরঞ্জাম, যা সৃষ্টিশীলতাকে ‘সুপারচার্জ’ করবে।

Nagad

তবে, পাশাপাশি মাইক্রোসফট ভবিষ্যতের জন্য এমন এক পৃথিবী তৈরির প্রস্তুতি নিচ্ছে, যেখানে স্বয়ংক্রিয় এআই এজেন্টরা মানুষের ডিজিটাল সহকর্মী হিসেবে কাজ করবে। এআই কেবল সরঞ্জাম হয়ে থাকবে নাকি মানব দক্ষতার বিকল্প হয়ে উঠবে—এখন সেই পরীক্ষার মুখোমুখি আমরা। সূত্র: দ্য ভার্জ।