অতিরিক্ত চাপ ও খেলাধুলার অভাবে শিশুদের মানসিক স্বাস্থ্য দুর্বল হচ্ছে, বেড়েছে উদ্বেগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের এক বড় অংশ গত কয়েক বছর ধরেই মারাত্মক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে—এমন চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। করোনাভাইরাস মহামারির আগেই এই প্রবণতা শুরু হয়েছিল; তবে অতিমারি তা আরও প্রকট করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জীবিকা, ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে বাড়তি মানসিক চাপ। খবর দ্য হিন্দুর।

আজকের শিশুরা আগের তুলনায় অনেক কম সময় পাচ্ছে মুক্ত খেলাধুলা এবং সুস্থ সামাজিক মিথস্ক্রিয়ার জন্য। স্কুলে বিরতির সময়ও এখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করতে হয়। এর পাশাপাশি রয়েছে উচ্চঝুঁকিপূর্ণ ভর্তি পরীক্ষার প্রবল চাপ, যা প্রকৃত মেধার যাচাইয়ের চেয়ে অনেক বেশি একটি নিষ্ঠুর ছাঁকনি ব্যবস্থায় পরিণত হয়েছে।

এই অতিরিক্ত চাপ ও খেলাধুলার অভাব শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য দুর্বল করে তুলছে এবং উদ্বেগ বাড়াচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: দ্যা হিন্দু।