কাশ্মীরের ঘটনায় বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শোকস্তব্ধ ভারত। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন। এবার এ ঘটনার প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, হামলায় শোকাহত হয়ে শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিতব্য নিজের গানের অনুষ্ঠান বাতিল করেছেন শ্রেয়া ঘোষাল।


সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়া জানান, ‘আজ গান শোনার দিন নয়।’ শুধু অনুষ্ঠান বাতিলই করেননি, টিকিটের অর্থ ফেরতের ব্যবস্থাও করেছেন তিনি, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
এর আগে একই কারণে চেন্নাইয়ে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য গানের অনুষ্ঠান বাতিল করেন গায়ক অরিজিৎ সিং। তিনিও টিকিটের মূল্য ফেরতের ঘোষণা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত এবং আরও ২০ জন গুরুতর আহত হন। এই ঘটনার পর দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার রেশ লেগে আছে শোবিজ অঙ্গনেও।