সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান: ভারতের জলশক্তি মন্ত্রী
আগামী দিনে ভারত থেকে যেন এক ফোঁটাও পানি পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল।
শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।


পোস্টে জলশক্তি মন্ত্রী বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী তিনটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, যাতে করে পাকিস্তানে পানি প্রবাহ পুরোপুরি বন্ধ করা যায়। খুব শিগগিরই ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে।”
এর আগে, গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটকসহ এক স্থানীয় বাসিন্দা নিহত হন। হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ে।
জবাবে পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে।
পাকিস্তান জানিয়েছে, সিন্ধু নদে পানি সরবরাহ বন্ধ করা হলে তা ‘যুদ্ধ ঘোষণার’ শামিল হবে এবং এর প্রতিক্রিয়ায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।