ক্রিকেটারদের আপত্তিতে তাওহীদ হৃদয়ের শাস্তি এক বছর পিছালো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ জাতীয় দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আপত্তিতে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছর পিছিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাধ্যমে মোহামেডান অধিনায়কের শাস্তি তৃতীয়বারের মতো পরিবর্তন করল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবি সূত্রে জানা গেছে, তাওহীদ হৃদয় ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের প্রথম ম্যাচে অবশিষ্ট এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন। অর্থাৎ এ শাস্তি কার্যকর হচ্ছে আগামী মৌসুমে।

ফলে চলতি মৌসুমের সুপার লিগের বাকি দুই ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে এখন তার আর কোনো বাধা নেই।

এর আগে, গত ১২ এপ্রিল এক ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং পরে গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার কারণে তাওহীদ হৃদয়কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় বিসিবি। কিন্তু শাস্তির এক ম্যাচ ভোগ করার পর নিয়ম ভেঙেই পরের ম্যাচে খেলতে দেওয়া হয় তাকে, যা নিয়ে শুরু হয় ব্যাপক বিতর্ক।

এই পরিস্থিতিতে, শুক্রবার (২৫ এপ্রিল) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। মূল আলোচ্য বিষয় ছিল হৃদয়ের শাস্তি নিয়ে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, “তাওহীদ হৃদয়কে যখন প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়, তখন আমরা কিছু বলিনি। কিন্তু হঠাৎ করে আবার এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো— এটা কোন নিয়মে হয়েছে, আমরা জানি না। বিষয়টা খুবই হাস্যকর। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

Nagad

বিসিবির সিদ্ধান্ত বদলের ফলে হৃদয় শনিবার মোহামেডানের হয়ে মাঠে নামতে পারবেন।