২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬৪২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন মোট ১,৬৪২ জন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,০৭২ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫৭০ জন।
শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য জানান।


তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় পরিচালিত বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,০৭২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৭০ জন।”
অভিযানকালে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র—যার মধ্যে রয়েছে পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি।
পুলিশ সদর দফতরের এ কর্মকর্তা আরও জানান, বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২২ এপ্রিলেও এমন এক অভিযানে গ্রেপ্তার হয়েছিল ১,৬১০ জন। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ছিলেন ৯০৬ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন ৭০৪ জন।