রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি রোমে পৌঁছান। এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটে কাতারের রাজধানী দোহা থেকে রওনা হন তিনি। দোহা বিমানবন্দরে কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু তাকে বিদায় জানান।


ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার (২৬ এপ্রিল) পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া প্রধান উপদেষ্টার অন্য কোনো কর্মসূচি নেই। রোববার (২৭ এপ্রিল) তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত সোমবার ভ্যাটিকানে মারা যান। ৮৮ বছর বয়সী ফ্রান্সিস গত ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।