পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৫

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে রোমের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তার রোমে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

আগামী শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া প্রধান উপদেষ্টার অন্য কোনো আনুষ্ঠানিক বৈঠকের কর্মসূচি নেই। তিনি আগামী রোববার দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত সোমবার ভ্যাটিকানে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি টানা ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Nagad