সারাদেশে বিশেষ অভিযানে ১৬১৭ জন গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

সারাদেশে একযোগে পরিচালিত বিশেষ অভিযানে এক দিনে ১ হাজার ৬১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের সমন্বিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ২১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫৯৬ জন অন্যান্য অপরাধে জড়িত।

অভিযানকালে একটি পিস্তল, দুটি গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশে অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Nagad