রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ, শেষ হয়নি বিচার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

রানা প্লাজা ধসের আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক যুগ পূর্ণ হলো। ২০১৩ সালের এই দিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আটতলা ভবনটি ধসে পড়ে প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন শ্রমিক। আহত হন প্রায় দুই হাজার, যাদের মধ্যে ৭৮ জন পঙ্গুত্ব বরণ করেন।

তবে মর্মান্তিক এই শিল্প দুর্ঘটনার বিচার এখনও শেষ হয়নি। তিন বছর আগে সাক্ষ্যগ্রহণ শুরু হলেও, মোট সাক্ষীদের ৫ ভাগের একভাগও শেষ হয়নি।

ভবন ধসের আগের দিনই ভবনে ফাটল দেখা দেয়। এরপরও পরদিন ভবনের পাঁচটি গার্মেন্টসে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়। পাঁচদিন পর মালিক সোহেল রানা ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার হন।

চারটি মামলা, একটি নিষ্পত্তি
রানা প্লাজা ধসের ঘটনায় চারটি মামলা হয়—১. হত্যা মামলা (সাভার থানা), ২. ভবন নির্মাণে অনিয়ম (রাজউক), ৩. দুর্নীতির মামলা (দুদক), ৪. সম্পদের তথ্য গোপনের মামলা (দুদক)। এর মধ্যে কেবল সম্পদ গোপনের মামলাটি নিষ্পত্তি হয়েছে। ভবন নির্মাণে দুর্নীতির মামলার বিচার চলছে, আর হত্যা ও নির্মাণ আইনে মামলাগুলো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আটকে আছে।

২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডি ভবন মালিক সোহেল রানা ও আরও ৪০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। ২০১৬ সালের ১৮ জুলাই আদালত অভিযোগ গঠন করে, আর ২০১৯ সালের ৩১ জানুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। সর্বশেষ ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী অনুপস্থিত থাকায় নতুন তারিখ ১৯ মে নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৫৯৪ সাক্ষীর মধ্যে মাত্র ৯৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

এই মামলায় একমাত্র কারাগারে আছেন সোহেল রানা। বাকি আসামিরা জামিনে, তিনজন ইতোমধ্যে মারা গেছেন।

Nagad

বিশ্বের ভয়াবহ শিল্প দুর্ঘটনার একটি হিসেবে ইতিহাসে স্থান পাওয়া এই ট্র্যাজেডির বার্ষিকীতে বৃহস্পতিবার সকালে সাভারে অস্থায়ী শহীদ বেদীতে নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।