শিক্ষক বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন—এমন দাবি করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লাইসেন্সের একটি ছবিসহ দেওয়া এক পোস্টে তিনি জানান, আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ঠিকাদারি তালিকাভুক্তির একটি কপি তিনি হাতে পেয়েছেন।


জুলকারনাইন লিখেন, ২০২৫ সালের ১৬ মার্চ কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ লাইসেন্স ইস্যু করেন।
এই বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রাথমিকভাবে বিষয়টি জানেন না বলে মন্তব্য করেন এবং কিছু সময় অপেক্ষা করতে বলেন। পরে যাচাই-বাছাই করে তিনি জানান, লাইসেন্সটি সত্য, তবে সেটি তার পূর্বানুমতি বা জ্ঞাতসারে করা হয়নি।
আসিফ মাহমুদ আরও জানান, স্থানীয় এক ঠিকাদার তার শিক্ষক বাবাকে এ লাইসেন্স করতে উৎসাহিত করেন। তবে এই লাইসেন্সের মাধ্যমে এখন পর্যন্ত কোনো সরকারি প্রকল্পে অংশগ্রহণ বা কার্যক্রম পরিচালনা করা হয়নি বলেও দাবি করেন তিনি।