রাজউককে হাউজিং প্রকল্পে আর রাখা যাবে না: রিজওয়ানা হাসান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) আর হাউজিং প্রকল্পে যুক্ত না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজউক ডেভেলপার না রেগুলেটর—তা এখনই স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজউকের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, “গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা হতে পারে, কিন্তু ধনীদের জন্য হাউজিং নয়। বেসরকারি হাউজিং নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।”
রাজউককে রাজনৈতিক চাপমুক্ত রেখে মাস্টারপ্ল্যানভিত্তিক উন্নয়নের দিকে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “রাজউকের বোর্ডে শুধু আমলা থাকলে হবে না, নগর পরিকল্পনায় অভিজ্ঞ বিশেষজ্ঞদের যুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজউক চেয়ারম্যানের রেসিডেনসিয়াল ভবনকে কমার্শিয়াল করার ক্ষমতা থাকা উচিত নয়। এছাড়া, রাজউকের নিজস্ব ভবন আধুনিক ও পরিবেশবান্ধব হওয়া প্রয়োজন।”
উপদেষ্টা ঢাকার জন্য একটি নতুন ভিশনের কথা বলেন, যাতে সিভিল সোসাইটি, সাধারণ মানুষ ও রাজউকের মতামত প্রতিফলিত হয়।
পূর্বাচলের জমি ব্যবহার, জলাশয় পুনঃখনন, ডিজিটালাইজড সেবা ও মনিটরিং চালুর মতো বিষয়েও গুরুত্ব দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।