টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগৃহীত ছবি

সুবিধাবঞ্চিত কোটি পরিবারকে সহায়তার লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে ব্যবসায়ীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “পাঁচ আগস্ট বিপ্লবের আগের সময় দেশের বিভিন্ন সেক্টরের মতো টিসিবিও দুর্বৃত্তায়নের বাইরে ছিল না। দেশের বিভিন্ন এলাকায় ভিজিট করে এর বহু প্রমাণ পেয়েছি।”

উপকারভোগী নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, “জুট মিলের মালিক, পাঁচতলা বাড়ির মালিক, এমনকি প্রশাসনের সদস্যদের বাড়িতে একাধিক টিসিবি কার্ড পাওয়া গেছে। এটা সত্যিই দুঃখজনক।”

তিনি আরও বলেন, “দুর্বৃত্তায়নের এমন চিত্র মানুষের মনে সরকারের প্রতি আস্থা কমিয়ে দেয়। যোগ্য মানুষকে বঞ্চিত করে যারা প্রতিদিন অন্যায় সুবিধা নিচ্ছে, তারা আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছে।”

টিসিবির কার্যক্রমে গঠনমূলক পরিবর্তনের প্রত্যাশা জানিয়ে বশিরউদ্দীন বলেন, “আমার দায়িত্বকালে টিসিবিকে একটি যৌক্তিক ও কার্যকর কাঠামোয় আনতে চাই।”

Nagad

সরকারের পক্ষ থেকে বছরে প্রায় ১২-১৪ হাজার কোটি টাকার পণ্য কেনা হয় জানিয়ে তিনি বলেন, “এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উপকারভোগীদের সঠিকভাবে নির্বাচন এবং একই টাকায় আরও বেশি পণ্য কেনার লক্ষ্যে আমাদের ব্যবসায়ীদের সম্পৃক্ত করা জরুরি।”

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।