গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,২৬০ ছাড়িয়ে।

এ নিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন বিমান হামলায় প্রায় ১,৯০০ ফিলিস্তিনি নিহত ও ৪,৯৫০ জনের মতো আহত হয়েছেন, যা চলতি বছরের জানুয়ারি মাসে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। আহতদের মধ্যে অনেককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) শহরের শিশু হাসপাতালসহ বনজাড়া এলাকায় বিমান হামলা চালানো হয়। আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত অক্টোবর থেকে চলা এই সংঘাতে মোট মৃতের সংখ্যা ৫১,২৬৬-এ দাঁড়িয়েছে এবং ১,১৬,৯৯১ জন আহত।

প্রকাশিত বিবৃতিতে উল্লিখিত হয়েছে, বেসামরিক পর্যটক, গৃহবন্দি ও উদ্ধারকর্মীরা এখনও নিরাপদ আশ্রয়স্থল না পেয়ে ধ্বংসস্তূপের কাছে বা রাস্তায় ফেলে পড়েছেন।

১৫ মাসে চলা সামরিক অভিযান শেষ করে ইসরায়েল ১৯ জানুয়ারিতে যুদ্ধবিরতি মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ মার্চের তৃতীয় সপ্তাহে হামাস–ইসরায়েল মতবৈর্যের কারণে পুনরায় হামলা শুরু হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলমান হামলায় গাজার ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং অবকাঠামোর ৬০% ধ্বংস হয়েছে।

Nagad

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, আর গাজার বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আন্তর্জাতিক ন্যায়ালয়ে বিচারাধীন রয়েছে।