২১ দিনেই এলো প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স
ঈদের আগে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠানো হয় দেশে। ঈদের পরও সেই ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনেই এসেছে প্রায় ১.৯৬ বিলিয়ন (১৯৬ কোটি ৬০ লাখ) ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৯৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। দৈনিক গড় রেমিট্যান্সের পরিমাণ ৯ কোটি ৩৬ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, গত বছরের একই সময়ে (২০২৪ সালের এপ্রিলের প্রথম ২১ দিন) এসেছিল ১৩৯ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় এবারের রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৭ কোটি ডলার বা ৪১ শতাংশ।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাস ২১ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। বছরওয়ারি বিবেচনায় রেমিট্যান্স বেড়েছে ৫২৮ কোটি ডলার বা ২৯ শতাংশ।
এর আগে, মার্চ মাসে দেশে এসেছিল রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। প্রতিদিন গড়ে এসেছে ১০ কোটি ৬১ লাখ ডলার বা ১ হাজার ২৯৫ কোটি টাকা। আগের বছরের মার্চে এই পরিমাণ ছিল মাত্র ১.৭১ বিলিয়ন ডলার। ফলে মার্চ মাসেই বেড়েছে ১৫৮ কোটি ডলার।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্স এসেছে মোট ২ হাজার ১৭৮ কোটি ডলার, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৭০৮ কোটি ডলার। বেড়েছে ৪৭০ কোটি ডলার।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এসেছিল ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে তখন পর্যন্ত সর্বোচ্চ। তবে মার্চে সেই রেকর্ডও ভেঙে গেছে। টানা ৮ মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।
মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র:
জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, অগাস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার।