বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি

বরিশালের বানারীপাড়ায় এক বছরের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। তারা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে। ভুক্তভোগী মিজানুর রহমান বাবুল (বাবুল দফাদার) জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির জানালার গ্রিল কেটে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভিতরে ঢুকে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

ঘরের অন্য কক্ষে ছিলেন বাবুলের পুত্রবধূ নুসরাত ও এক বছর বয়সী নাতনি সামিয়া। ডাকাতেরা তাদেরকে গলায় ধারালো অস্ত্র ধরে বসতে বাধ্য করে এবং পরিবারের অন্য সদস্যদের ভয়ভীতি দেখায়।

ডাকাত দল স্টিলের আলমারি, ওয়্যারড্রোব ও ট্রাঙ্ক ভেঙে প্রায় ২ লাখ টাকা নগদ, ৮-৯ ভরি স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতরা ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত ঘরে অবস্থান করে আসবাবপত্র তছনছ করে।

ভুক্তভোগীরা জানান, ডাকাত দল কোরআন শরীফ ও শিশুকে মাথায় তুলে কসম কাটিয়ে যায় যেন পুলিশ বা থানায় কোনো অভিযোগ না করা হয়। তাদের মধ্যে ৩-৪ জন মুখোশধারী এবং বাকিরা মুখ খোলা ছিল।

এ ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বাবুল দফাদার বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Nagad

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, ওই দিন সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দরবাজার এলাকা থেকে মানিক (৫০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবুল দফাদার দাবি করেন, আটক মানিক তার বন্ধুর ছোট ভাই এবং সে-ই তার ওপর রামদা দিয়ে আঘাত করেছে।

তিনি আরও বলেন, একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।