ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ, বিষ ছিটিয়ে ধানক্ষেত নষ্টের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আগাছানাশক ছিটিয়ে ৪ বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল উপজেলার পশ্চিম ভোটহাট গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক শরবত আলী জানান, প্রতিবেশী জোয়াদুল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রাতের আঁধারে কেউ বা কারা তার ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্ট করে দেয়।

শরবত আলী বলেন, “ফসল উৎপাদনে অনেক টাকা খরচ করেছি, নিজের শ্রমও দিয়েছি। মাত্র ১৫-২০ দিনের মধ্যে ধান কাটার কথা ছিল। ফলনও ভালো হয়েছিল। এখন সব শেষ।”

অভিযোগ অস্বীকার করে জোয়াদুল আলমের ছেলে মোন্নাফ হোসেন বলেন, “উক্ত জমিগুলো আমাদের পৈতৃক সম্পত্তি। শরবত আলী ও তার লোকজন জোর করে জমি দখল করে ধান চাষ করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন। বরং শরবত আলী নিজেই বিষ প্রয়োগ করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

স্বরজমিনে গিয়ে দেখা গেছে, ধানক্ষেতে ছিটানো বিষে শীষ ও পাতা পুড়ে হলদে হয়ে গেছে। ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন শরবত আলী। এ নিয়ে স্থানীয় কৃষকদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ২০ এপ্রিল (রোববার) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শরবত আলী।

Nagad

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”