আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন পলিটেকনিক শিক্ষার্থীরা: শিক্ষা মন্ত্রণালয়
ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায়ে শিক্ষার্থীরা ঢাকা ও অন্যান্য জেলায় সড়ক ও রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এতে জনদুর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা দেখা দেয়।
সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনায় শিক্ষার্থীদের ছয় দফা দাবির যৌক্তিক দিকগুলো বিবেচনায় নিয়ে সমাধানে আন্তরিকভাবে কাজ করছে শিক্ষা বিভাগ। এর অংশ হিসেবে টিএমইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি দাবিগুলোর বাস্তবায়নযোগ্যতা যাচাই করে সুপারিশ দেবে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, আন্দোলন স্থগিতের মাধ্যমে কারিগরি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরবে এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে ফিরে আসবেন।