নকশা লঙ্ঘনে নির্মিত ঢাকার ৩৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

ছবি: শাহজালাল রোহান

ঢাকায় নকশা লঙ্ঘন করে নির্মিত ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব ভবনের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সমস্যার নগরী ঢাকা : সমাধান কোন পথে?’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, “চিহ্নিত ভবনগুলোর নির্মাণ কাজ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন করা, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবন সিলগালা করা হবে।”

তিনি আরও বলেন, “নিয়ম লঙ্ঘনকারী প্রতিটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমি যতদিন দায়িত্বে থাকি, নিয়মের ব্যত্যয় রোধে অভিযান চালিয়ে যাব। ভবন ভেঙে হোক কিংবা অন্যভাবে, তাদের নিয়মের মধ্যে আনতেই হবে।”

রাজউক চেয়ারম্যান ঢাকায় একটি একক কর্তৃপক্ষের অধীনে নগর ব্যবস্থাপনা আনার ওপর জোর দিয়ে বলেন, নগর সরকার হোক বা এক মেয়রের অধীনে সব ক্ষমতা থাকুক— সিদ্ধান্ত যেন এক জায়গা থেকে আসে। না হলে পরিকল্পনা করেও বাস্তবায়ন সম্ভব হবে না।

তিনি জানান, বর্তমানে যেসব বাড়ি নির্মিত হয়ে গেছে, সেগুলোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে যেসব ভবন এখনো নির্মাণাধীন, সেগুলোর ক্ষেত্রে কোনো ব্যত্যয় বরদাশত করা হবে না।

Nagad

এ সময় তিনি বলেন, নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ। এ ছাড়া ‘ঢাকাই’ ম্যাগাজিন ও হেলিমুল আলম বিপ্লবের বই “Dhaka’s Canals on Their Dying Breath”–এর মোড়ক উন্মোচন করা হয়।